অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আজ রাত ১১ থেকে রবিবার সকাল ৯ পর্যন্ত শিয়ালদা স্টেশনে (Sealdah Station) ট্রাফিক ব্লক। বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন (Local Train)। বনগাঁ, হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী সীমান্ত, শান্তিপুর লোকাল বাতিল। শিয়ালদা সংলগ্ন এলাকায় বিভিন্ন পয়েন্টে রক্ষণাবেক্ষণের কাজ চলায় বন্ধ থাকবে ট্রেন।                                                                                           


শিয়ালদা স্টেশনে ট্রাফিক ব্লক: পূর্ব রেলের (Eastern Railway) তরফে জানানো হয়েছে, ১০ ঘণ্টার জন্য এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিয়ালদা মেন শাখা এবং বনগাঁ শাখা মিলিয়ে মোট ১৪টি ট্রেন বাতিল থাকবে।


কোন কোন ট্রেন বাতিল থাকবে? 



  • বনগাঁ লোকাল: আপ ৩৩৮১৩, ডাউন ৩৩৮১৬

  • হাবরা লোকাল: আপ ৩৩৬৫১, ডাউন ৩৩৬৫২

  • ডানকুনি লোকাল:  আপ ৩২২১১, ডাউন ৩২২১২

  • রানাঘাট লোকাল: আপ ৩১৬১৭, ডাউন ৩১৬১৪

  • কল্যাণী সীমান্ত লোকাল: আপ ৩১৩১১, ডাউন ৩১৩১৪   

  • ব্যারাকপুর লোকাল: আপ ৩১২১৩, ডাউন ৩১২১৪

  • শান্তিপুর লোকাল: আপ ৩১৫১৩, ডাউন ৩১৫১৪


 






অন্যদিকে, নৈহাটি থেকে কল্যাণী সীমান্ত পর্যন্ত থার্ড লাইনে কাজের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত শিয়ালদা মেন লাইনে পাওয়ার ব্লক করা হচ্ছে না। এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেল জানিয়েছে, আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখা হচ্ছে। এর আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ২০ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত শিয়ালদা মেন লাইনে বাতিল করা হবে বেশ কিছু ট্রেন। সেই সিদ্ধান্তই স্থগিত রাখা হয়েছে।                                                  


মেরামতির কাজের জন্য এর আগে গত মাসে ১২ ঘণ্টা শিয়ালদা-নৈহাটি রুটে ট্রেন বন্ধ ছিল। সেই সময় নৈহাটি-শিয়ালদা শাখায় বাতিল করা হয় ১৪টি ট্রেনটি। এর জেরে আপ ও ডাউন মিলিয়ে শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ব্যারাকপুর লোকাল ও কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল বাতিল করা হয়। 


আরও পড়ুন: Adenovirus Report: বাড়ছে আক্রান্তের সংখ্যা, অ্যাডিনো ভাইরাস নিয়ে উদ্বেগ নাইসেডের রিপোর্টে