করুণাময় সিংহ, মালদা: শিয়ালের হামলায় নাজেহাল গোটা গ্রাম। বারবার হামলায় বেশ কয়েকজন গ্রামবাসী জখমও হয়েছেন। ঘটনাটি মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা (Bhaluka) কালীতলা গ্রামের। শিয়াল আতঙ্কের জেরে কার্যত থমকে গিয়েছে সাধারণ জনজীবন। প্রবল সমস্যায় পড়েছেন ওই গ্রামের বাসিন্দারা। গোটা ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে।


কারা কারা জখম?
শিয়ালের (Fox) হামলায় জখমদের একজন হলেন মহাতাম রাম, আর একজন বিশু রাম। আরও এক আক্রান্তের নাম নগেন সরকার। সোমবার ভোর রাতে কালীতলা গ্রামে মহাতাম রাম তাঁর গোয়াল ঘরে গরুকে খাবার দিতে গিয়েছিল। সেই সময় একদল শিয়াল তার ওপর হামলা চালায় বলে গ্রামবাসীদের দাবি। শিয়ালের দল হামলা করার পরেই মহাতাম বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন। তা শুনে তাঁর ছেলে বিশু রাম ছুটে আসে। তিনি তাঁর বাবাকে বাঁচাতে যান। তাঁর উপরও শিয়ালের দল হামলা চালায় বলে অভিযোগ। বিশুর হাতের আঙুলে কামড় দেয় শিয়ালের দল। এরপর আর একটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই বাসিন্দা নগেন সরকারের ওপর শিয়ালের দল হামলা (Fox Attacked) চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় জখম হন নগেন সরকার। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন গ্রামবাসীরা ছুটে আসেন। শিয়ালের হামলায় আরও দুই জনের জখম হওয়ার খবর মিলেছে।


হাসপাতালে চিকিৎসা:
এরপর আহতদের উদ্ধার করে স্থানীয় ভালুকা হাসপাতালে (Bhalula Hospital) চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের ভর্তি করা হয়। চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এমন ঘটনা পরপর ঘটার পরে বর্তমানে গ্রামে শিয়ালের আতঙ্ক ছড়িয়েছে। শিয়ালের হামলার খবর দেওয়া হয়েছে বনদফতরে (Forest Department)। যদিও গ্রামবাসীদের অভিযোগ, এখনও বনদফতরের কেউ ওই গ্রামে যায়নি। ফলে গ্রামে আতঙ্ক আরও বেড়েছে। গ্রামবাসীদের দাবি, শিয়ালের হামলা রুখতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক। এমন না হলে পরিস্থিতি আরও গুরুতর হবে বলে গ্রামবাসীদের দাবি।


ভালুকা গ্রাম পঞ্চায়েতের (Bhaluka Gram Panchayat) প্রধানের স্বামী চন্দন সাহা বলেন, 'আজ ভোরবেলায় এলাকায় পাঁচ থেকে সাতটা শিয়ালের দল হামলা চালিয়েছিল। শুনতে পেলাম পাঁচজন গ্রামবাসী গুরুতর আহত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বনদফতরে খবর দিয়েছি।'


আরও পড়ুন: ফের জোড়া বাঘের দর্শন সুন্দরবনের জঙ্গলে, ছবি ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা