শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা: ফের জোড়া বাঘের (tigers) দর্শন সুন্দরবনের (sundarban) জঙ্গলে (forest)। কলকাতা থেকে সুন্দরবন বেড়াতে এসে একদল পর্যটক (tourist) সোমবার সকালে এই জোড়া বাঘের দর্শন পান পিরখালির জঙ্গলে। গত বেশ কিছুদিন ধরে মাঝেমধ্যেই সুন্দরবনের জঙ্গলে বাঘের দর্শন পাচ্ছেন পর্যটকরা। এদিনও জোড়া দক্ষিণরায়ের দেখা মেলায় বিস্মিত পর্যটকরা।


দর্শন দিচ্ছেন 'তাঁরা'...
গত কয়েক দিন ধরে প্রায়ই কখনও একটি, কখনও আবার দু-তিনটি বাঘের দেখা মিলছিল সুন্দরবনে। এদিন ফের জোড়া বাঘের দর্শন পায় কলকাতা থেকে বেড়াতে যাওয়া পর্যটকের ওই দল। সেই ছবিও ক্যামেরাবন্দি করেন তাঁরা। তবে গত মরসুমের কথা খেয়াল করলে ব্যাঘ্রপ্রেমীদের কাছে এটি নতুন ঘটনা নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতেই এক ছবি দেখা গিয়েছিল সুন্দরবনে।

শীতে রোদ পোহানোর ছবি আগেও...
গত ফেব্রুয়ারিতে  সুন্দরবনের পিরখালি ৬ নম্বর জঙ্গলে বাঘের দর্শন পেয়েছিলেন কলকাতার পর্যটকরা। তাঁদের দাবি, জঙ্গলের পাশে নদীর চরে রোদ পোহাচ্ছিল বাঘ। নৌকাভ্রমণের সময় সেই ছবি ক্যামেরাবন্দি করেছিলেন তাঁরা। এই ঘটনার কিছু দিন আগেই বন দফতর জানায়, বাঘের সংখ্যা বাড়ছে সুন্দরবনে। নতুন করে ২৩টি বাঘ বেড়েছে। ফলে, সেই সময় আনুমানিক বাঘের সংখ্যা ১৩৪ বলে মনে করা হয়েছিল। রয়্যাল বেঙ্গলদের জন্য সজনেখালিতে তৈরি করা হচ্ছিল ব্যাঘ্র প্রজননকেন্দ্র। পাশাপাশি সুন্দরবনে বাঘের ওপর নজর রাখতে প্রত্যন্ত এলাকায় বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। আর সেই ১২০০ ক্যামেরা থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে সুখবর শুনিয়েছিল বন দফতর। ট্র্যাপ ক্যামেরাতে নতুন ২৩টি রয়্যাল বেঙ্গলের ছবি পাওয়া যায়। বন দফতর সূত্রে খবর, ২০১৮-১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, সুন্দরবনে, বাঘের সংখ্যা ছিল, ১১১টি। ২০২১-এ পাওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনে, আনুমানিক ২৩টি বাঘ বেড়েছিল। সেই অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে, বাঘের আনুমানিক সংখ্যা ১৩৪। তার উপর ব্যাঘ্র-দর্শন। ব্যাঘ্র বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের অনেকটা অংশ বাংলাদেশে। সেখানে নিরাপত্তা না পেয়েই সম্ভবত বেশ কিছু বাঘ ভারতের ভূখণ্ডে ঢুকে যাচ্ছে বলে অনুমান। বন দফতরের তরফে গত বার জানানো হয়েছিল, প্রাথমিক পর্যায়ে ২৩টি বাঘের খোঁজ মিললেও, পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে ডিসেম্বরে। এখন সেই রিপোর্টের অপেক্ষা। তবে তার আগে ফের জোড়া বাঘ-দর্শনের খবর। সব মিলিয়ে বিস্মিত পর্যটকরা। 


আরও পড়ুন:'বাংলার মহিলারা জেগে উঠেছে', অখিল ইস্যুতে বিজেপি মহিলা মোর্চার মিছিলে প্রতিবাদে লকেটরা