উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের (Student council election) দাবিতে প্রচারের সময় এসএফআইয়ের (SFI) ওপর হামলার অভিযোগ উঠেছে টিএমসিপির (TMCP) বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শনিবার কলেজ স্ট্রিটে (College Street) অবরোধ করল এসএফআই। তৃণমূলের পাল্টা দাবি, ছাত্র ভোট হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী (Education Minister)। তাও প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে সিপিএমের ছাত্র সংগঠন! এই ইস্যুতে শুরু হয়েছে তরজা (Political Tussle)।


ছাত্র ভোট ইস্যুতে রাজনীতি


মাথা ফেটে গলগল করে রক্ত ঝরছে! মুখে ছাত্র সংসদ নির্বাচন করানোর দাবি! আক্রান্ত এসএফআই কর্মী, ঘটনা ১৭ ফেব্রুয়ারি, ২০২৩-এর। দাবি, 'আলিপুর ক্যাম্পাসে আগামী ২০ তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান নিয়ে পথসভা ছিল। তৃণমূলের লোকজন আমাদের ওপরে আক্রমণ চালিয়েছে।'

এই ভিডিও দেখিয়ে, সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে প্রচারে গিয়ে এভাবেই আক্রান্ত হয়েছেন তাদের সদস্য়। অভিযুক্ত শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ। আর সেই ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধেয় কলেজ স্ট্রিট অবরোধ করে SFI। যোগ দেন ডিওয়াইএফআই-এর কর্মীরাও। এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য বন্দনা মুখোপাধ্যায়ের দাবি, 'আমাদের দাবি দ্রুত নির্বাচন করাতে হবে, আন্দোলন করছি বলে আক্রান্ত হচ্ছি।'


'প্ররোচনা দিয়েছে তাই আক্রান্ত', মন্তব্য কুণাল ঘোষের। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'ওখানে প্ররোচনা দিয়েছে তাই আক্রান্ত হয়েছে, ও খামোখা আক্রমণ কেন করবে, কে করবে, যেখানে আমাদের শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন ভোট হবে, সেখানে নতুন করে প্ররোচনা দেওয়ার চেষ্টা করলে কী হবে।'

৬ বছর হয়ে গেল। রাজ্যের কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ৩ বছর ধরে ছাত্র ভোট হয়নি যাদবপুর-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে। এই প্রেক্ষাপটে দ্রুত ছাত্র ভোট করানোর দাবিতে সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দিয়েছে এসএফআই।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, 'আমরা কলেজে নির্বাচন চাই, নির্বাচন করতে হবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার।' কুণাল ঘোষেরও দাবি, 'আমরা তো চাই...ভোট হবে সে তো শিক্ষামন্ত্রীই বলে দিয়েছেন, তাহলে আবার বলার কী আছে।'


আরও পড়ুন: Dilip on DA: 'এর থেকে দুভার্গ্যজনক কিছু নেই', DA আন্দোলনকারীদের পাশে দিলীপ

একসময় ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে লাগাতার অশান্তির সাক্ষী থেকেছে বাংলা। এই আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ফের ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরুর দাবি ঘিরে চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ।