উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, দীপক ঘোষ, কলকাতা : নিয়োগে দুর্নীতির ( Recruitment Scam ) অভিযোগ থেকে শুরু করে গরুপাচার ( Cow Smuggling ) , কয়লাপাচারের ( Coal Smuggling )  মতো মামলার তদন্ত নিয়ে রাজ্য জুড়ে শোরগোল চলছে। এই প্রেক্ষাপটে শুক্রবার কলেজ স্ট্রিটে বড় সমাবেশল করল সিপিএমের ছাত্র সংগঠন SFI। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২৯ অগাস্ট বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা গেছিল মুখ্যমন্ত্রীকে।

  


জিভগুলোকে টেনে খুলে ফেলে দিতে বলতাম : মমতা 
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) বলেন, ' আজকে তৃণমূলকে ( TMC ) বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাদের জিভগুলোকে টেনে খুলে ফেলে দিতে' 

বিমানের পাল্টা 
তৃণমূল নেত্রীর এই কথার জবাব শুক্রবার এসএফআই-এর ( SFI ) প্রতিবাদ সভা থেকে দেন বাম নেতা বিমান বসু ( Biman Basu ) ।  বলেন, ' মুখ্যমন্ত্রী বলছে জিভ টেনে ছিড়ে ফেলব। আমাদের ছাত্রছাত্রীরা কালীঘাট থেকে নবান্ন পর্যন্ত জিভ বের করে দাঁড়িয়ে থাকবে। দেখব কী করতে পারেন...'

অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ টেনে বামফ্রন্ট চেয়ারম্যান বলেন, ' যাঁর মাথায় অক্সিজেনের অভাব আছে, তিনি একটা জেলার তৃণমূলের সভাপতি ! এই ধরনের দুর্নীতি? তারপর মুখ্যমন্ত্রী বলছেন কেষ্টকে ধরল কেন? কেষ্ট কী করেছে? কী করেছে সেটা তো কাগজে বেরোচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে। '

মেয়ের নাম কেউ আর সুকন্যা রাখবে না : বিমান 
অনুব্রত কন্যার বিরুদ্ধে ওঠা হাজারো অভিযোগের প্রসঙ্গ তুলে বিমান বসু বলেন, 'এরপর মেয়ের নাম কেউ আর সুকন্যা রাখবে না, বাবার মদতে মেয়ে কুকন্যা হয়ে গেল। দিনের পর দিন স্কুলে না গিয়েও বেতন পেয়েছে...' 

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এর আগে  মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ' সিপিএম আমলে চিরকূটে চাকরি হত, সব জানি ' এর উত্তরও সোজাসাপ্টা ভাবে দিয়েছেন বিমান। ' আমাদের সময় নাকি সিগারেটের প্যাকেটে লিখে চাকরি হয়েছে। অসত্য। সিগারেটের প্যাকেটে লিখে চাকরি হয়েছিল ৭৩-এ। সিদ্ধার্থশঙ্কর রায়ের জমানায়। আমাদের জমানায় হয়নি। বামফ্রন্টের সময়েও অনেকে চেয়েছিলেন এভাবে চাকরি দিতে। কিন্তু তা মানা হয়নি। '