অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে কলকাতার ইকো পার্কে (Eco Park) অরিজিৎ সিংহের কনসার্ট (Arijit Singh Concert) হওয়ার কথা ছিল। এবার সেই অনুষ্ঠানের অনুমতি ঘিরে বিতর্ক। লেগেছে রাজনৈতিক রংও। 'অসহিষ্ণু ও অসৌজন্যের সরকার এখন পশ্চিমবঙ্গে', প্রতিক্রিয়া রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharyya)?
অরিজিতের কনসার্ট বিতর্কে শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া
শমীক ভট্টাচার্যের কথায়, 'অসহিষ্ণু ও অসৌজন্যের সরকার এখন পশ্চিমবঙ্গে। এই সরকারের মতো গোটা ভারতে আর কোনও অসহিষ্ণু সরকার নেই। আচ্ছা, প্রজাপতি কি পাখনা মেলে জি ২০-তে চলে যেত নরেন্দ্র মোদির পাশে বসবার জন্য? নন্দনে 'প্রজাপতি'র কী অসুবিধা হল? কী অসুবিধা হয়েছিল এর আগে অনীক দত্তের? তরুণ মজুমদারের? কী অসুবিধা হয়েছিল রূপা গঙ্গোপাধ্যায় অভিনীত একটি চলচ্চিত্র নন্দনে দেখাতে? প্রত্যেক মানুষ বোঝেন, তৃণমূল কংগ্রেস যে কোনও মূল্যে কোনও বিরোধিতা, এমনকী অন্য কারও প্রশংসা শুনতেও অভ্যস্ত নয়। এই অসহিষ্ণুতা থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি পেতে হবে এবং তৃণমূল কংগ্রেসকেও মুক্তি পেতে হবে যদি তারা ভবিষ্যতে দলটিকে একটি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করে রেখে যেতে চান। আমরা চাই এই প্রতিহিংসার অবসান হোক।'
১৮ ফেব্রুয়ারি ইকো পার্কে হওয়ার কথা ছিল অরিজিৎ সিংহের কনসার্ট। 'এমনিতেই ইকো পার্কে ভিড়, সঙ্গে জি-২০ সম্মেলন,' অনুমতি না দেওয়ার জন্য আইনশৃঙ্খলার কারণ দেখাল সরকার। 'হিডকোর কাছে কোনও আবেদন করেননি উদ্যোক্তারা। কনসার্টের জন্য আবেদন জমা পড়েনি, তাই কোনও অনুমতিও দেওয়া হয়নি।' ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠানে অনুমতি-বিতর্কে দাবি ফিরহাদ হাকিমের। 'ইকো পার্কের বদলে বিকল্প জায়গায় কনসার্ট করা যেতে পারে', অনুমতি না নিয়েই কীভাবে টিকিট বিক্রি হল? প্রশ্ন হিডকো চেয়ারম্যানের।
আরও পড়ুন: Arijit Singh: মুখ্যমন্ত্রীর সামনে 'গেরুয়া' গাওয়াতেই পদক্ষেপ? ইকো পার্কে অরিজিৎ সিংহের কনসার্টে 'না'
'মুখ্যমন্ত্রীর সামনে রং দে মোহে তু গেরুয়া গান গাওয়াতেই শো বাতিল?' রাজ্য সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে পাল্টা আক্রমণে বিজেপি। চলচ্চিত্র উৎসবে অরিজিৎ সিংহের 'গেরুয়া' গানের প্রসঙ্গ তুলে প্রশ্ন বিজেপির।