মুম্বই: অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবার আইসিসির চলতি বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে অর্শদীপ সিংহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চলতি বছরের সেরা উদীয়মান ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছেন ভারতের এই তরুণ পেসারের নাম। তালিকায় আরও তিনজন রয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো ইয়েনসেন, নিউজিল্য়ান্ডের ফিন অ্যালেন ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভাল পারফরম্যান্স। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স অর্শদীপকে জাতীয় দলে সুযোগ করে দিয়েছিল। সাদা বলের ফর্ম্যাটে এই মুহূর্তে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য এই পাঞ্জাবের তরুণ। বিশেষ করে টি-টোয়েন্টিতে। এখনও পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৩৩ উইকেট ঝুলিতে পুরেছেন অর্শদীপ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও নজরকাড়া পারফর্ম করেছেন অর্শদীপ। এখন দেখার এবছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে অর্শদীপকে বেছে নেওয়া হয় কিনা।
কুলদীপকে পাঠানো হচ্ছে এনসিএতে
রোহিত শর্মা (Rohit Sharma) নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, রোহিত শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন। যে কারণে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ না খেললেও, ওয়ান ডে সিরিজের দলে নাম রয়েছে তাঁর। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কে এল রাহুল ও বিরাট কোহলিকে। যদিও এ নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সূত্রের খবর, দুজনের কেউই বিরতি চাননি। তবে নির্বাচকেরা মনে করেছেন, তাঁদের বিরতি প্রয়োজন।
যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) ফিট ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁরা বুমরার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাকে ফেরানোর আগে তাঁকে ম্যাচ ফিট করে তুলতে চায় বোর্ড।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শক্তি বৃদ্ধি এবং কন্ডিশনিংয়ের জন্য ঋষভ পন্থকে (Rishabh Pant) বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করে, টেস্টে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এই বছর ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তাঁর এই বিরতির প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের মধ্যে তিনটিতে জিততেই হবে ভারতকে।
আরও পড়ুন: অপসারিত চেতন শর্মা ফের নির্বাচক পদ পাবেন? বোর্ড মহলে জোর জল্পনা