সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: রাতে ইডি (Enforcement Directorate) অফিস থেকে বেরিয়েই ছুটতে শুরু করলেন তিন ব্যক্তি। সল্টলেকের (Saltlake) রাস্তায় হুলস্থূল কাণ্ড। পরে জানা যায়, ওই তিনজন নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Santanu Banerjee) ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ, বিশ্বরূপ প্রামাণিক (Biswarup Pramanik) এবং নিলয় মালি (Nilay Mali)। গতকাল শান্তনু ঘনিষ্ঠ এই তিনজনকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সাড়ে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। জিজ্ঞাসাবাদ শেষে ইডি দফতর বেরিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করেন শান্তনু-ঘনিষ্ঠরা। 


বিপুল সম্পত্তির হদিশ: নিয়োগ-দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোর পর থেকেই, নামে-বেনামে তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। ইডি-র দাবি, এর মধ্যে সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ, বিশ্বরূপ প্রামাণিক এবং নিলয় মালি, এই তিন ঘনিষ্ঠের সঙ্গে শান্তনুর যৌথ সম্পত্তি রয়েছে। জিরাট কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ আর নিলয় মালি শান্তনুর ডান হাত বলে পরিচিত ছিলেন। ইডি-র দাবি, বলাগড়ের চাঁদরায় শান্তনুর গেস্ট হাউসের দেখভাল করতেন আকাশ। ওই গেস্ট হাউসে কারা আসতেন, কোনও বৈঠক হত কি না, তা জানতে চান ইডি-র অফিসাররা। ইডি-র দাবি, আকাশ জানিয়েছেন, শান্তনুর গেস্ট হাউসে বলাগড় গ্রাম পঞ্চায়েতের পদাধিকারীদের যাতায়াত ছিল। শান্তনু-ঘনিষ্ঠ নিলয় মালি মাসছয়েক আগেও সিভিক ভলান্টিয়ারের কাজ করতেন। ইডি-র দাবি, শান্তনুর দুটি গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে নিলয়ের নামে। এছাড়াও, বলাগড়ের চাঁদরায় নিলয়ের AM TO PM নামে একটি ধাবাও রয়েছে। এই ধাবা খুলতে শান্তনুই সাহায্য করেছিলেন বলে ইডি-র দাবি। শান্তনু-ঘনিষ্ঠ বলাগড়-শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বিশ্বরূপ প্রামাণিককেও গতকাল জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর, এই তিনজনকেই শান্তনুর সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 


আজ ফের তলব: উল্লেখ্য, কোথায়, কার নামে, কত সম্পত্তি রয়েছে নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের? জানতে শান্তনু-ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ এবং নিলয় মালিকে ফের তলব করে ইডি। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে এই ২ জনকে। গতকাল আকাশ, নিলয় ও শান্তনু-ঘনিষ্ঠ বিশ্বরূপ প্রামাণিককে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসাররা। এর আগে বলাগড়ের চাঁদরায় শান্তনুর গেস্ট হাউসে ডেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। 


আরও পড়ুন:  Sukanta Majumdar : 'পুরসভায় নিয়োগ-দুর্নীতি'র তদন্ত চেয়ে কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি সুকান্তর, চিঠি কেন্দ্রকে