কলকাতা : নিয়োগ-দুর্নীতির ( Bengal Recruitment Scam ) পর এবার চর্চায় পুর-দুর্নীতি। রাজ্যের ৬০টি পুরসভায় নিয়োগ-দুর্নীতির অভিযোগে তদন্ত চেয়ে কেন্দ্রীয় দল পাঠানোর আর্জি জানিয়ে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রীকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )।
কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা বিজেপি রাজ্য সভাপতির চিঠিতে অয়ন শীলের গ্রেফতারি-প্রসঙ্গ উল্লেখ করে দাবি করা হয়েছে, ইডি ( ED ) -র তল্লাশি অভিযানে সামনে এসেছে রাজ্যের ৬০টি পুরসভায় প্রায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে। ED সূত্রে খবর, যে ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রি হয়েছে, তার মধ্য়ে রয়েছে হালিশহর , বরানগর, পানিহাটি , কামারহাটি, উত্তর দমদম , দক্ষিণ দমদম এবং দমদম পুরসভা। সুকান্তর চিঠিতে উল্লেখ, অয়নের সংস্থা ABS ইনফোজোন-ই এককভাবে পুরসভার নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া পরিচালনার বরাত পেয়েছিল। গোটা বিষয়টিই পূর্ব পরিকল্পিত বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন :
ইডি-নজরে শ্বেতা, অয়নও আত্মীয়দের ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোথায় কত টাকা
কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার দাবি করেছেন, এ রাজ্যের পুর-বিষয়ক সমস্ত কিছু নিয়ে বিশেষ আর্থিক-তদন্ত করুক কেন্দ্র এবং হিসেব না মেলা পর্যন্ত টাকা পাঠানো বন্ধ করা হোক। চিঠিতে বিজেপি রাজ্য সভাপতির আরও দাবি, ইডি এখনও পর্যন্ত নিয়োগ-দুর্নীতির অঙ্ক সাড়ে ৩০০ কোটির বেশি বলে জানালেও, তাঁদের অনুমান দুর্নীতির পরিমাণ হাজার কোটি টাকার বেশি।
রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় অন্তত ৫ হাজার চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। ৬০টি পুরসভায় ৫ হাজার চাকরি বিক্রির মিডলম্যান ছিলেন শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ অয়ন শীল। এই দাবি করেছে ED। কিন্তু, কলকাতা পুরসভার নিয়োগেও কি প্রভাব খাটিয়েছিল ধৃত অয়ন? প্রশ্নটা উঠছে, কারণ, ED-র সিজার লিস্টে উল্লেখ রয়েছে, অয়নের অফিসে তল্লাশির সময় পাওয়া গেছে, কলকাতা পুরসভাকে দেওয়া একটি চিঠির কপি। চিঠিটি লিখেছেন, এক চাকরিপ্রার্থী। এছাড়াও পাওয়া গেছে একটি ড্রাফট লেটার। যেটা প্রণব নামে কেউ একজন পাঠিয়েছেন মেয়রকে। তাহলে কি কলকাতা পুরসভার অন্দরেও প্রভাব ছিল অয়নের? উঠছে সেই প্রশ্ন। রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় চাকরিবিক্রির অভিযোগ ওঠায়, বিভিন্ন দফতরকে তথ্য় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী। পাশাপাশি স্বচ্ছতার জন্য় আগামীদিনে জেলাশাসকের তত্ত্বাবধানে পুরসভার গ্রুপ ডি পদে যাবতীয় নিয়োগ হবে বলেও জানিয়েছেন তিনি।