অনির্বাণ বিশ্বাস, কলকাতা:  এবার কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরানো হল শান্তনু সেনকে। তৃণমূল মুখপাত্রের পর কলকাতা পুরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরানো হল। কলকাতা পুরসভায় শান্তনু সেনের ঘরের দরজা থেকে সরানো হল নেমপ্লেট।                   

  


কলকাতা পুরসভায় স্বাস্থ্য উপদেষ্টার কোনও পদ নেই, দাবি ফিরহাদ হাকিমের। প্রসঙ্গত, ৫ জানুয়ারি, ২০২১ -এ শান্তনু সেনকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল পুরসভা।                           


এর আগে আর জি করকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্যের পর দিনই শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তবে দল পদ থেকে সরালেও নিজের অবস্থানে অনড় ছিলেন শান্তনু সেন। এক ধাপ এগিয়ে বৃহস্পতিবার আর জি কর মেডিক্যাল কলেজের সদ্য  প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিশানা করেছিলেন তিনি। বলেছিলেন, CBI-কে অনুরোধ করব, প্রয়োজনে হেফাজতে নিয়ে তদন্ত করুন।  


উল্লেখ্য, তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তনী। তাঁর স্ত্রী, চক্ষুরোগ বিশেষজ্ঞ কাকলি সেন এই কলেজ থেকে পড়াশোনা করেছেন। শান্তনু সেনের মেয়েও বর্তমানে আর জি কর মেডিক্যাল কলেজে পড়েন। এই প্রেক্ষাপটে আর জি কর নিয়ে বুধবারই বিস্ফোরক মন্তব্য করেছিলেন শান্তনু সেন।  


আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪২ জন চিকিৎসকের বদলি স্থগিত, বিজ্ঞপ্তি প্রকাশ নবান্নর


তিনি বলেছিলেন, 'সন্দীপ ঘোষ কে নিয়ে আমার প্রশ্ন আছে। জিরো টলারেন্স টু কোরাপশন বিশ্বাস করা তৃণমূল সরকার প্রমাণ করেছে অন্যায়ের সঙ্গে আপোষ করে না। মন্ত্রী, সাংসদ, বিধায়ক যাদের রেয়াত করে না, সেখানে এরকম একজন যার বিরুদ্ধে মুষ্টিমেয় কয়েকজন ভার্সেস পুরো মেডিক্যাল ফেটারনিটি! সবাই কি ভুল বলছে?'  


এর কিছুক্ষণের মধ্যেই শান্তনু সেনের নাম না করে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার শান্তনু সেনের নেতৃত্বে আর জি কর মেডিক্যাল হাসপাতালের ভিতর মিছিল করেছিলেন প্রাক্তনীরা।                                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে