কলকাতা: শতরূপ ঘোষের গাড়ি বিতর্কে কুণাল ঘোষের করা মানহানির মামলায় ৩ সিপিএম নেতার জামিন। জামিন পেলেন বিমান বসু, মহম্মদ সেলিম, শতরূপ ঘোষ। সমন পেয়ে আদালতে হাজির হয়ে ব্যক্তিগত বন্ডে জামিন নেন ৩ সিপিএম নেতা। ডিসেম্বরে মামলার পরবর্তী শুনানি। কুণাল ঘোষ বিদেশে থাকায় আজ তিনি আদালতে হাজির ছিলেন না। 'কমিশনে দেওয়া হলফনামায় ২ লক্ষ টাকার সম্পত্তির কথা বলেও কীভাবে ২২ লক্ষ টাকার গাড়ি শতরূপের'। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষের অভিযোগ ঘিরে বিতর্কের সূত্রপাত।
সুজন চক্রবর্তী, সুশান্ত ঘোষের পর, এবার তৃণমূলের নিশানায় সিপিএম নেতা শতরূপ ঘোষ। বিধানসভা নির্বাচনের হলফনামায় ২ লক্ষ টাকার সম্পদের কথা জানিয়ে, কী করে কিনলেন ২২ লক্ষ টাকার গাড়ি? প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। পাল্টা, শতরূপ ঘোষ জানিয়েছেন, বাবার টাকায় গাড়ি কিনেছেন তিনি।
চাকরির পর এবার গাড়ি! ফের সিপিএমকে নিশানা করল তৃণমূল! বামেদের পাল্টা জবাবে চড়ল বাগযুদ্ধের পারদ! নিয়োগ দুর্নীতির মামলায়, পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্য়াট থেকে উদ্ধার হয়েছে নগদ ৫০ কোটির পাহাড়! চাকরি বিক্রিতে ৩৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে আদালতে দাবি করেছে ইডি। এই বিপুল টাকা কোন মাথাদের পকেটে গেছে?
সেই প্রশ্ন যখন ক্রমশ জোরাল হচ্ছে, তখন বামেদের বিরুদ্ধে পাল্টা সুর চড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল। সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরির পর এবার, সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লাখি গাড়ি কেনা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ।
মঙ্গলবার, সকালে তিনি ট্যুইট করে বলেন, ২০২১ সালের, বিধানসভা ভোটের আগে দেওয়া হলফনামায় ২ লক্ষ টাকার সম্পদ। এখন, তিনি এককালীন ২২ লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছেন। নতুন গাড়ির সঙ্গে, চাবি হস্তান্তরের ছবি না দেওয়ার জন্য শো-রুমকে অনুরোধ করা হয়েছে। সে কে?
এর পর, জল্পনা বাড়িয়ে ব্র্যাকেড দিয়ে লেখা হয়, পরবর্তী ট্যুইট সকাল ১১টায়। সকাল ১১টায় আরেকটি ট্যুইট করে কুণাল ঘোষ বলেন, CPM-এর শতরূপ ঘোষ। ২০২১-র নির্বাচনের আগে দেওয়া হলফনামায় ২ লক্ষ টাকার সম্পদ। এখন প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে তিনি নতুন গাড়িটি কিনেছেন। সিপিএমের একজন হোলটাইমার অর্থাৎ সর্বক্ষণের কর্মী কী করে এত টাকা দিলেন?
আশুতোষ কলেজের SFI নেতা থেকে মূল স্রোতের রাজনীতিতে উঠে আসা। তারপর সিপিএমের রাজ্য কমিটির সদস্য! ২০১১ সাল থেকে টানা ৩ বার বিধানসভা ভোটে কসবায় লড়েছেন শতরূপ ঘোষ। ৩ বারই হেরেছেন। এবার, সেই শতরূপ ঘোষের গাড়ি নিয়ে তৃণমূলের প্রশ্নে সরগরম রাজ্য রাজনীতি।