কলকাতা: এশিয়ার অন্যতম দীর্ঘ পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। এবার সেই সেতু দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে আসার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মুজিব-কন্যা।
মমতাকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘নিজের প্রচেষ্টায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ করা হয়েছে। এই সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ ও সমগ্র ভারতের আত্মিক বন্ধন দৃঢ় করবে। বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হবে বলে বিশ্বাস করি। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ২০২২ সালের সেপ্টেম্বরে দিল্লি সফরে আপনার সঙ্গে সাক্ষাৎ বলে আশা।'
আরও পড়ুন, ‘জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার করলে কড়া পদক্ষেপ’, কলকাতা পুলিশে নয়া নির্দেশ
দু’বছর আগে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট উপলক্ষ্যে ভারতে এসেছিলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় ইডেনে মমতা-হাসিনাকে এক সঙ্গে দেখা যায়। তার বাইরেও আলাদা করে বৈঠক করেন দুই নেত্রী।
২৫ জুন বহু প্রতীক্ষিত পদ্মা ব্রিজের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে আরও কাছাকাছি এসেছে ঢাকা ও কলকাতা। পদ্মা সেতু খুলে যাওয়ায় কলকাতা থেকে ঢাকার দূরত্ব কমল দেড়শো কিলোমিটার। এখন এপার বাংলার রাজধানী থেকে ওপার বাংলায় পৌঁছতে ৪০০ কিলোমিটার পাড়ি দিতে হয় ট্রেনে। সময় লাগে ১০ ঘণ্টা। তবে এখন ২৫০ কিলোমিটার পাড়ি দিলেই পা পড়বে পদ্মাপারে। সময় লাগবে ৬ থেকে সাড়ে ৬ ঘণ্টা।
বাংলাদেশ প্রশাসনের দাবি, ৭১-এর মুক্তিযুদ্ধের পর এটাই দেশের সব থেকে বড় ঘটনা। খরস্রোতা পদ্মার ওপর সেতুর উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে আবেগ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু মানুষ সেখানে ভিড় করেছিলেন। এখনও এই পদ্মা সেতু ধরে রেকর্ড যান চলাচল করছে ইতিমধ্যেই।