কলকাতা: সন্দেশখালিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান। এদিকে শেখ শাহজাহানের গ্রেফাতারির দাবিতে ফুঁসছে সন্দেশখালির নির্যাতিতারা। ঠিক এমনই এক সময়  ৭ দিনের মধ্যেই গ্রেফতার হবে, সদ্য দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যের বিরোধীরা তো বটেই, বাংলা পেরিয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর থেকেও গ্রেফতারের আর্জি এসেছে। এদিকে কুণালের দাবির পরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী পর্যন্ত এই বিষয়ে নিশানা করেছেন। স্পষ্ট বলেছেন, 'শেখ শাহজাহান কোথায়, সব জানে।' এবার বিস্ফোরক দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান।'


শুভেন্দু অধিকারী বলেছেন,'মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টডিতে রয়েছেন শেখ শাহজাহান। গতকাল রাতেই বেড়মজুর থেকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গেছে শেখ শাহজাহানের। জেলে শেখ শাহজাহানকে পাঁচতারা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে। সেই ফোনের মাধ্যমেই জেল থেকে তৃণমূলকে নেতৃত্ব দেবেন শেখ শাহজাহান। শেখ শাহজাহান চাইলে উডবার্ন ওয়ার্ডেও তাঁর জন্য বেড তৈরি রাখা হচ্ছে', সোশাল মিডিয়ায় বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। 


ইডির উপরে হামলা, ৫৪ দিন পরে মুখ খোলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । সন্দেশখালি নিয়ে এবার চড়া সুরে আক্রমণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী । 'বলা হচ্ছে ৭দিনে গ্রেফতার হবে শেখ শাহজাহান'। 'তাহলে শেখ শাহজাহান কোথায়, সব জানে'। কলকাতায় এসে সন্দেশখালি নিয়ে তীব্র আক্রমণে নির্মলা সীতারমণ। 'রাজ্যের মন্ত্রীরা যাচ্ছেন, ১৪৪ ধারা জারি করে বাকিদের আটকানো হচ্ছে'। শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, ১৪৪ ধারা জারি নিয়ে তীব্র আক্রমণ। 'আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের মধ্যে সবচেয়ে নীচে বাংলা'। 'সন্দেশখালিতে ইডির অফিসারদের উপর ৮০০ লোকের হামলা'।শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানের প্রসঙ্গ তুলে আক্রমণ। 'পঞ্চায়েত ভোটে এত মৃত্যু, জবাব না দিয়ে শুধুই অন্যদের আক্রমণ'। 'মণিপুর নিয়ে এত কথা, সন্দেশখালিতে কী হচ্ছে?' কলকাতায় এসে সন্দেশখালি নিয়ে তৃণমূলকে তুলোধনা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।


আরও পড়ুন, 'ভোটের আগে নোটিশ চাই..', নিয়োগের দাবিতে এবার কুণালের বাড়ির দুয়ারে চাকরিপ্রার্থীরা


অপরদিকে, গতকালই সন্দেকাশখালিণ্ডে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) চিঠি দিয়েছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি বলেছিলেন, 'শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। অনুরোধ করছি এদের রক্ষাকর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করুন'। সন্দেশখালিতে ধর্ষণ, জমি জবরদখলের প্রসঙ্গে উল্লেখ করেছিলেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী (Chhattisgarh CM )।