কলকাতা: দেখতে দেখতে চলে এল দোলযাত্রা। আর তার পরের দিনই হোলি। এই দুটো দিনই পড়ছে সপ্তাহের শুরুতে। দোলযাত্রা পড়েছে ২৫ মার্চ সোমবার। অন্যদিকে হোলির (Holi 2024) তারিখ ২৬ মার্চ মঙ্গলবার। ফলে কোথাও ঘুরতে যাওয়ার একটি বড় সুযোগ। আর এই সুযোগের ইতিমধ্যেই সদব্যবহার শুরু হয়ে গিয়েছে। ভারতীয়দের তালিকায় পর্যটনস্থান হিসেবে শীর্ষে কোন স্থান দুটি রয়েছে? সম্প্রতি একটি ভ্রমণ সংস্থার তরফে এই নিয়ে একটি সমীক্ষা করা হয়। তাতে দেখা গিয়েছে, দেশের মধ্যে পর্যটনস্থান হিসেবে শীর্ষে গোয়া।


মার্চের শেষে টানা ছুটি 


প্রসঙ্গত আগামী মাসের শেষের দিকে একটি টানা ছুটির (Holiday List 2024) সুযোগ পাওয়া যাচ্ছে। শুক্রবার ২২ তারিখ অফিস শেষ করেই ছুটি শুরু। ২৩,২৪ তারিখ যথাক্রমে শনি ও রবিবার‌। এর পর দিন সোমবার দোল ও মঙ্গলবার হোলি। ফলে টানা চারদিনের ছুটি রয়েছে এমনিতেই। কেউ চাইলে শুক্রবার ছুটি নিয়ে সেটি পাঁচদিনের করে ফেলতেই পারেন।


দেশের মধ্যে শীর্ষে (Top Travel Destination In India)


চার-পাঁচদিনের ছুটি মানে লম্বা ছুটি‌। আর তার সদ্ব্যবহার করতেই অনেকে বেরিয়ে পড়ছেন ঘুরতে। হোটেল বুকিং শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি একটি ভ্রমণ সংস্থা সংবাদমাধ্যম আইএএনএস-কে জানিয়েছেন, ভারতের মধ্যে পর্যটনস্থান হিসেবে অনেকেরই পছন্দ গোয়া। এই সময়টা খুব বেশি গরম থাকে না। আবার খুব ঠান্ডাও নয়। ফলে গন্তব্য হিসেবে অনেকেই বেছে নিয়েছেন গোয়াকে। 


বিদেশেও পাড়ি দিচ্ছেন অনেকে (Top Travel Destination Abroad)


বিদেশ যাওয়ার প্ল্যানও করে ফেলেছেন অনেক পর্যটক। আর সেই তালিকার শীর্ষে রয়েছে দুবাই। সংস্থার একটি বিবৃতিতে বলা হয়েছে, তাদের সার্চ ইঞ্জিনের তথ্য বলছে দুবাই সবচেয়ে বেশি জনপ্রিয় পর্যটকদের কাছে। 


এছাড়া আর কোথায় কোথায় ?


দেশের মধ্যে শীর্ষস্থানে গোয়ার পরেই রয়েছে ফিল্মনগরী মুম্বই, উদয়পুর, নয়া দিল্লি ও পিঙ্ক সিটি জয়পুর। প্রসঙ্গত খুব গরম পড়ার আগেই এই শহরগুলি ঘুরে আসার পরিকল্পনা অনেকেরই থাকে। 


বিদেশের আর কোন স্থান ?


বিদেশের তালিকায় দুবাইয়ের পর রয়েছে সিঙ্গাপুর , ব্যাঙ্কক, বালি, ফুকেত। এই পর্যটনস্থানগুলির মধ্যে থাইল্যান্ড অনেকটাই প্রাধান্য পেয়েছে। তার কারণ অবশ্য ভিসা নীতি। সম্প্রতি ভিসার নীতিতে কিছু বদল এনেছে সে দেশ। যার প্রভাব পড়েছে পর্যটকদের ভ্রমণতালিকায়।


আরও পড়ুন - Food Recipe: রসনা তৃপ্ত করুন হায়দ্রাবাদি চিকেনে, রইল জিভে জল আনা রেসিপি