কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গাংপুরে শ্যুটআউট। জাতীয় সড়কের পাশে সোনার দোকানে শ্যুটআউট। দোকানে লুঠ করতে এসে বাধা পেয়ে গুলি করা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের গুলিতে (Firing) জখম হয়েছেন সোনার দোকানের মালিক। আহত অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে সোনার দোকানের মালিককে।

সূত্রের খবর, ওই ব্যবসায়ীর বুকে গুলি লেগেছে তাঁর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। তবে এখনও ধরা পড়েনি দুই দুষ্কৃতী। তাদের খোঁজে শুরু হয়েছে নাকা চেকিং। শক্তিগড়ে দুষ্কৃতীদের গুলিতে ব্য়বসায়ী রাজু খা খুনের প্রায় ৫ মাসের মধ্য়ে, ফের শ্য়ুটআউট!সোনার দোকানে ঢুকে ব্য়বসায়ীকে গুলি! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি স্বর্ণ ব্য়বসায়ী। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে, ১৯ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরগামী রাস্তার ওপর এই দোকানেই শুক্রবার সকালে হানা দেয় দুষ্কৃতীরা। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, ঘড়ির কাঁটায় তখন সকাল ১১টা। মোটর বাইকে চেপে দোকানের বাইরে এসে দাঁড়ায় ২ দুষ্কৃতী। ১ জন বাইরে পাহারা দিচ্ছিল। আরেকজন ঢুকেছিল দোকানের ভিতর। অভিযোগ, সোনার গয়না লুঠের চেষ্টা করে সে। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করেন ব্য়বসায়ী। তখনই ব্য়বসায়ীকে লক্ষ্য় করে চলে গুলি। সূত্রের খবর, খোকন দাস নামে ওই ব্য়বসায়ীর বুকের নীচে গুলি লাগে। 

প্রত্য়ক্ষদর্শীদের দাবি, তাঁরা দৌড়ে গিয়ে এক দুষ্কৃতীকে ধরার চেষ্টা করেন। কিন্তু দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র তাক করায় ভয়ে পিছু হঠেন তাঁরা। এক প্রত্য়ক্ষদর্শী বিশ্বজিৎ চট্টোপাধ্য়ায় বলেন, 'গুলির শব্দ পেয়ে ছুটে আসি। ধরার চেষ্টা করি। ইট ছুড়ি। ওদের হাতে বন্দুক ছিল। তাই ধরতে পারিনি।'

সোনার দোকানে ঢুকে এভাবে লুঠ এবং ব্য়বসায়ীকে শ্য়ুটআউটের ঘটনা মনে করিয়ে দিচ্ছে, গত ২৪ মে, ব্য়ারাকপুরের বুকে ঘটে যাওয়া হাড়হিম করা সেই হত্য়াকাণ্ডকে। দোকানে ঢুকে, ডাকাতিতে বাধা পেয়ে স্বর্ণ ব্যবসায়ীর ছেলেকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। শক্তিগড় থানা সূত্রে খবর, ব্য়ারাকপুরের মতো, শক্তিগড়ে সোনার দোকানে শ্য়ুটআউটের ঘটনাতেও কয়েকদিন আগে দোকানে রেইকি করেছিল দুষ্কৃতীরা। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্য়াণ সিনহা রায়। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে নাকা চেকিং। 

আরও পড়ুন: Train Incident:কাফলিং ছিঁড়ে ১০০ মিটার এগিয়ে গেল ভিস্তাডোম ট্রেনের ইঞ্জিন, বড়সড় দুর্ঘটনা এড়াল রেল