হিন্দোল দে ও রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: একের পর এক শ্যুটআউটের ঘটনা। ভাটপাড়া, জগদ্দলের পর এবার নরেন্দ্রপুরে চলল গুলি। থানার কাছেই লস্করপুরে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে।
ফের শ্যুটআউট, এবার নরেন্দ্রপুরে
নরেন্দ্রপুরে চলল গুলি। ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের। রাজপুর-সোনারপুর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতের নাম ভোলা দাস। পরিবার সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ গুলিবিদ্ধ অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন তাঁর ভাইপো। তাঁর পায়ে গুলির ক্ষত ছিল। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
দুই ২৪ পরগণায় একের পর এক শ্যুটআউট
গতকাল ভাটপাড়ায় গুলিতে নিহতের খবর মেলে। এরপর গতকাল গভীর রাতে জগদ্দলে শ্যুটআউট হয়। ১২ ঘণ্টার মধ্যে ফের উত্তর ২৪ পরগনায় খুনের ঘটনা। রাতে মদের আসরে পরিচিতের হাতে খুন হন ১৯ বছরের তরুণ। মৃতের নাম রোহিত দাস। জগদ্দলের ২৬ নম্বর রেলগেটের কাছে শান্তিনিবাস পল্লির ঘটনা। গতকাল বাড়ির কাছেই ওই তরুণ খুন হন। ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ।
আরও পড়ুন: Bhatpara Shootout: পুরসভার বরাত বিবাদেই খুন, ভাটপাড়ায় ব্যবসায়ী খুনে নতুন তথ্য
অন্যদিকে, গতকাল, ধূমপান করাতে চেয়ে ভাটপাড়ায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে ইমারতি ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সকাল ১১টা নাগাদ ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে গুলি চলে। অভিযোগ প্রায় ৮ রাউন্ড গুলি চলে। ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারির মাথায় গুলি লাগে। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় শ্যুটআউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শনিবার সকালে, বাড়ির সামনে বসেছিলেন ইমারতি ব্যবসায়ী। সেই সময়, এক প্রতিবেশী-সহ কয়েকজন পরিচিত এসে তাঁকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির কাছেই পরপর গুলি করা হয়। মাথা-সহ শরীরের একাধিক জায়গা গুলিতে ঝাঁঝরা হয়ে যায় ইমারতি ব্যবসায়ীর।