কলকাতা: নিউটাউনে (Newtown) টেকনো সিটি থানার পুলিশ (Techno City Police Station) ব্যারাকে শ্যুটআউট। প্রজাতন্ত্র দিবসের আগের রাতে পুলিশ বারাকে গুলি চলার অভিযোগ উঠল। জখম হন এক সব ইন্সপেক্টর।


পুলিশ ব্যারাকে শুটআউট: পুলিশ সূত্রের খবর, অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকে গুলি চলে। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লাগে। সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিযুক্ত ASI-কে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনাবশত গুলি চলেছে নাকি বিবাদের জেরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে? খতিয়ে দেখছে পুলিশ।                                                    


প্রজাতন্ত্র দিবসের আগের রাতে ফের গুলি চলল কলকাতায়। এবার নিউটাউনের টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকেই গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টর। সহকর্মীর সার্ভিস রিভলভারের গুলি লাগল তাঁর বাঁ পায়ে। বরাত জোরে প্রাণে বাঁচলেন ওই পুলিশ অফিসার। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ নিউটাউন থানার সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষ জানিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষ তাঁর সার্ভিস রিভলভার পরিস্কার করছিলেন। সেই সময় হঠাৎ গুলি চলে। বুলেট লাগে কৌশিকের বাঁ পায়ে। রাত ২.২০ মিনিটে গুলিবিদ্ধ সাব ইন্সপেক্টরকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের আমরি হাসপাতালে।                                                


হাসপাতালের তরফে জানানো হয়েছে, কৌশিক ঘোষের বাঁ পায়ের আঘাত গুরুতর হলেও, অবস্থা স্থিতিশীল। এদিন টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকের ঘটনাস্থল ঘুরে দেখেন ডিসি নিউটাউন। পুলিশ সূত্রের খবর, অভিজিৎ ঘোষ আগে ছিলেন রাজ্য পুলিশের এসটিএফে। এসটিএফের একাধিক অপারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, এএসআই অভিজিৎ ঘোষ ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়েছেন, নাকি গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।           


কয়েক মাস আগে পার্ক সার্কাসের রাস্তায় সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালান কলকাতা পুলিশের কনস্টেবল চোডুপ লেপচা। সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণীর। শেষে সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হন ওই কনস্টেবল। সেই আতঙ্ক ভুলতে না ভুলতেই নিউটাউনের টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকে চলল গুলি।


আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব ইডির