নরেন্দ্রপুর: নরেন্দ্রপুর থানা (Narendrapur Police Station) এলাকার দাসপাড়ার সুকান্ত পার্কে গুলি চালানোর ঘটনায় একজনকে গ্রেফতার করা হল। শনিবার সন্ধ্যায় একটি চাউমিনের দোকানে গুলি চলার ঘটনা ঘটে। ঘটনার তদন্তে নেমে জগদীপোতা ঝিলপাড় এলাকা থেকে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সুবল ভক্তকে। 


উদ্ধার করা হয়েছে ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত ব্যক্তির বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। যে দোকানে গুলি চালানোর ঘটনা ঘটে সেই দোকানের মালিকের আত্মীয়ের সঙ্গে বচসা বাধে অভিযুক্তের। তারপরেই গুলি চালায়। সেই বচসার জেরেই গুলি বলে প্রাথমিক অনুমান পুলিশের।


ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত কে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা।


ধের পর বৃহস্পতিবার, আসানসোলে (Asansol) ফের চলল গুলি। পেট্রোল পাম্পে শ্যুটআউট, অল্পের জন্য রক্ষা কর্মীর! বিকেল চারটেয় স্কুটারে চেপে পেট্রোল পাম্পে চড়াও সশস্ত্র দুষ্কৃতীরা। স্কুটারে পেট্রোল ভরার পরই গুলি, অল্পের জন্য রক্ষা মহিলা কর্মীর।     


আসানসোলেও শ্যুটআউট: অন্যদিকে আসানসোলে দফায় দফায় শ্যুটআউটের ঘটনা সামনে এসেছে। পুরুলিয়া, রানাঘাট, হলদিয়ার পর এবার আসানসোল। গয়নার শোরুম, সমবায় সমিতিতে ভয়াবহ ডাকাতির পর এবার আসানসোলে পেট্রোল পাম্পে চলল গুলি।বৃহস্পতিবার তখন, বিকেল পৌনে চারটে। আসানসোলের সালানপুরের একটি পেট্রোল পাম্পে স্কুটারে তেল ভরতে আসে ৩ যুবক। তিনজনেরই মাথায় ছিল টুপি।  


ঠিক কী ঘটেছিল? 


সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবিতে দেখা যাচ্ছে, একজন চালকের আসনে বসে, অন্যজন ব্যস্ত মোবাইল ফোনে। আর একজন দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে।  পাম্পের মহিলা কর্মী তেল ভরা শুরু করতেই, তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে গুলি চালানোর চেষ্টা করে কোমরে হাত দিয়ে দাঁড়ানো যুবক। কিন্তু মিস ফায়ার হয়ে যাওয়ায় মহিলা কর্মী পালিয়ে যেতে সক্ষম হন।বেগতিক দেখে, শূন্যে এক রাউন্ড গুলি চালিয়ে স্কুটারে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার পুলিশ। কিন্তু ঠিক কী কারণে এমন কাণ্ড করল দুষ্কৃতীরা? মহিলাকর্মীকে চুলের মুঠি করে কেন গুলি চালাল তারা? টাকা পয়সা ছিনতাই না করেই কেন পালাল? কোথা থেকে এসেছিল তারা? খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়েছে।