Tecno Foldable Phone: অবশেষে ভারতে বিক্রি শুরু হয়েছে টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি (Tecno Phantom V Flip 5G) ফোনের। অ্যামাজন থেকে কেনা যাবে এই মডেল। টেকনো সংস্থা এই নিয়ে দ্বিতীয় ফোল্ডেবল ফোন লঞ্চ করেছে। গত ২২ সেপ্টেম্বর এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। দুটো রঙে ভারতে কেনা যাবে এই ফোন। মিডিয়াটেক ডিমেনসিটি ৮০৫০ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোল্ডেবল ফোনে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের বাইরের অংশে রয়েছে একটি সার্কুলার ডিসপ্লে। সেখানে রয়েছে রেয়ার ক্যামেরা ইউনিট। 


টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯,৯৯৯ টাকা। Iconic Black এবং Mystic Dawn- এই দুই রঙে কেনা যাবে টেকনো কোম্পানির দ্বিতীয় ফোল্ডেবল ফোন। 


টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ফ্লেক্সিবল AMOLED ইনার ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি সার্কুলার AMOLED কভার প্যানেল। সেখানে আবার রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। ১.৩২ ইঞ্চির একটি স্ক্রিন রয়েছে এই ডিসপ্লের মধ্যে। ইউজাররা কভার স্ক্রিনের সাহায্যে মেসেজের রিপ্লাই দিতে পারবেন। 

  • টেকনো সংস্থার এই ফোল্ডেবল ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০৫০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম যা ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়াও রয়েছে ২৫৬ জিবি UFS 3.1 ইনবিল্ট স্টোরেজ। Android 13.5- এর সাপোর্ট রয়েছে এই ফোনে। দু'বছরের জন্য অপারেটিং সফটওয়্যার এবং তিন বছরের জন্য সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

  •  টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ clamshell ফোল্ডেবল ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ১৩ মেগাপিক্সেলের আরও একটি সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সমেত) রয়েছে। এছাড়াও রয়েছে কোয়াড ফ্ল্যাশ লাইট ইউনিট। প্রাইমারি ডিসপ্লের উপরে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

  • এই ফোল্ডেবল ফোনে ৪০০০ এমএএইচ বায়টারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ৫জি, ওয়াই-ফাই ৬, এনএফসি, ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে এই ফোনে। 


আরও পড়ুন- ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবে কী কী ফিচার থাকতে পারে, কবে লঞ্চ হতে চলেছে এই ডিভাইস?