কলকাতা: শ্রাবণী মেলা (Sravani Mela) উপলক্ষে বিশেষ ট্রেনের ঘোষণা। হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeshwar) শাখায় বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। রেলের তরফে ঘোষণা করা হয়েছে, আজ ১৭ জুলাই থেকে ১৯ অগাস্ট পর্যন্ত এই ট্রেন চলবে। 

 

বিশেষ ট্রেনের ঘোষণা: তারকেশ্বরে গোটা শ্রাবণজুড়েই চলে ভক্ত সমাগম। বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বরে (Tarakeswar Temple) শিবকে জল নিবেদন করতে দূরদূরান্ত থেকে হাজির হন ভক্তরা। এবার তাঁদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে বিশেষ ট্রেনের ঘোষণা করা হল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeshwar) রুটে এবং শেওড়াফুলি-তারকেশ্বর রুটে (Sheoraphuli-Tarakeshwar) এই ট্রেন চালানো হচ্ছে। জুলাই মাসের ১৭, ২১, ২২, ২৮, ২৯ এবং অগাস্টের ৪, ৫, ১১, ১২, ১৫, ১৮ এবং ১৯ তারিখে বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। সংশ্লিষ্ট দিনগুলিতে ১২টি ট্রেন চলবে দুই রুটে। 

হাওড়া থেকে তারকেশ্বর

ছাড়বে পৌঁছবে
ভোর 4:05 এবং বেলা 12:50  ভোর 5:35 এবং বেলা 2:20

তারকেশ্বর থেকে হাওড়া

ছাড়বে পৌঁছবে
সকাল 10:55 এবং রাত 9:17  বেলা 12:30 এবং রাত 22:45

শেওড়াফুলি থেকে তারকেশ্বর

ছাড়বে পৌঁছবে
সকাল 6:55, 9:20 এবং বিকেল 4:20, সন্ধে 7:40 সকাল 7:45, 10:15 এবং বিকেল 5:10 এবং রাত 8:30

তারকেশ্বর থেকে শেওড়াফুলি

ছাড়বে পৌঁছবে 
সকাল 5:55, 8:10 এবং বেলা 2:50, সন্ধে 6:40 সকাল 6:45, 9:03 এবং বেলা 3:40 এবং সন্ধে 7:30

 

এদিকে দিনকয়েক আগে উত্তর ২৪ পরগনার খড়দায় বন্ধ লেভেল ক্রসিংয়ের ওপর ট্রেন ও গাড়ির সংঘর্ষ হয়। লাইনের ওপর দাঁড়িয়ে থাকা চারচাকার একটি গাড়িকে ধাক্কা মারে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। গত রবিবার রাত ৯টা নাগাদ, খড়দায় লেভেল ক্রসিংয়ের গেট পড়ার সময় প্রচন্ড গতিতে দুটি চারচাকার গাড়ি ট্রেন লাইনের ওপর এসে পড়ে। সেই সময় গেট পুরোপুরি পড়ে যাওয়ায় লাইনের ওপরেই আটকে পড়ে গাড়ি দুটি। এদিক, সিগন্যাল সবুজ হয়ে যাওয়ায় ততক্ষণে খড়দার ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা দুটি গাড়ির একটিকে। এরপর তড়িঘড়ি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করা হয় যাত্রীদের।                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Captain Brijesh Thapa: ২৭-এ থামল ব্রিজেশের জীবন, শহিদ ছেলের কফিন ছুঁয়ে বাবা মায়ের গলায় 'ভারত মাতা কী জয়'