কলকাতা: রাকেশ শর্মার পর ভারতীয় হিসেবে ৪১ বছর পর মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা। মহাকাশ ছুঁয়ে ফিরে এসে ১৪০ কোটির স্বপ্ন পূরণ করেছিলেন। এবার লক্ষ্য গগনযান মিশনের। 

Continues below advertisement

বুধবার কলকাতায় এসেছিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সে এলেন ভারতীয় মহাকাশচারী। ভারতের মহাকাশ স্বপ্নের কথা শোনালেন শুভাংশু শুক্লা। ভাগ করে নিলেন বাংলার সঙ্গে তাঁর পুরনো সম্পর্কের, স্মৃতি। বিমানবাহিনীর প্রশিক্ষণ নিতে ব্যারাকপুরে দীর্ঘ সময় কাটিয়েছেন, কথায় কথায় উঠে এল সে কথা। সেন্টার ফর স্পেস ফিজিক্সে তাঁর নামে তৈরি প্যাভেলিয়ন পরিদর্শনও করেন এদিন।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন ইসরোর গগনযান মিশনের অন্যতম মুখ শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক স্তরে প্রশিক্ষণের অভিজ্ঞতা কীভাবে ভারতের নিজস্ব গগনযান মিশনে কাজে লাগবে? প্রশ্নের উত্তরে শুভাংশু জানান, এই ধরনের মিশনের প্রতিটি ধাপ থেকে শিক্ষা নেওয়াটাই আসল। ডিজাইন টিমের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে, যাতে আন্তর্জাতিক মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে গগনযানের ডিজাইনে প্রয়োজনীয় পরিবর্তন করা যায়। আমরা সঠিক পথেই এগোচ্ছি ও এই অভিজ্ঞতা আমাদের নিজস্ব ডিজাইনে অত্যন্ত সুফল দেবে। 

Continues below advertisement

মহাকাশে কাটানো দিনগুলোর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন কলকাতায়। মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে সেই প্রশ্নে শুভাংশুর জবাব সারে জাহাসে আচ্ছা। হেসে বলেছেন চেনা উত্তরটা আগেও দিয়েছেন, তাঁর অনুভূতি রাকেশ শর্মার চেয়ে আলাদা কিছু নয়। 

পাশাপাশি এও জানালেন, ভারতের মহাকাশ জয়ের স্বপ্ন যে নিছক কল্পনা নয়, বরং এক সুপরিকল্পিত বাস্তব। কলকাতার মাটিতে দাঁড়িয়ে সেই বার্তাই দিয়ে গেলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা।

২০১৮ সালের ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের কর্মসূচিতে ইসরোর প্রথম মনুষ্যবাহী গগনযান প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকাশের ৪০০ কিলোমিটার কক্ষপথে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা, তার অঙ্গ হিসাবে পরীক্ষামূলক ভাবে মহাকাশে মানববিহীন গগনযানও পাঠায় ইসরো। ইসরো জানিয়েছে, সব ঠিক থাকলে দু’-এক বছরের মধ্যেই মহাকাশে নভশ্চর পাঠাবে ভারত। গগনযানে সওয়ার হয়ে মহাকাশে পাড়ি দেবেন চার নভশ্চর— বালাকৃষ্ণন নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণন এবং শুভাংশু।

২৫ জুন নাসার অ্যাক্সিওম ফোর মিশনে রওনা দিয়েছিলেন শুভাংশু-সহ ৪ মহাকাশচারী। ১৮ দিন কাটিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটান তিনি। ১৫ জুলাই মহাকাশ থেকে পৃথিবীতে ফেরেন শুভাংশু।