করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী, মালদা : বাইক ছিল তাঁর নেশা। দু চাকার যান নিয়ে স্বপ্নের পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন বছর ছাব্বিশের যুবক। সঙ্গী ছিল বন্ধুরা। কিন্তু পাহাড় তাঁকে আর ফেরাল না। ফিরল রাহুলের প্রাণহীন দেহ।
পাহাড়ে খারাপ আবহাওয়া
উত্তরপ্রদেশ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে বেশ কয়েকদিন ধরে তুমুল বৃষ্টি চলছে সিকিম ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর তার জেরে পাহাড়ি পথ হয়ে উঠছে মরণফাঁদ। পদে পদে দুর্ঘটনার আশঙ্কা। সম্প্রতি সিকিমে ধসও নামে।
সিকিমে ভয়ংকর দুর্ঘটনা
সম্প্রতি সিকিমে ভয়ংকর এক দুর্ঘটনায় মৃত্যু হয় মালদার পর্যটকের। মৃত ২৮ এর যুবক রাহুল সিংহ । মালদা শহরের সানি পার্ক এলাকার বাসিন্দা তিনি । বাবা তপন সিংহ পেশায় পুলিশ কর্মী। রাহুল এবং তার তিন বন্ধু মোটরবাইকে চেপে সিকিমে বেড়াতে গিয়েছিলেন।
বাইক সটান খাদে
সেখানেই পথ দুর্ঘটনা ঘটে। বাইক সটান পড়ে খাদে। গুরুতর আহত হন রাহুল। এই অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।
শোকস্তব্ধ পরিবার
খাদে পড়ে গুরুতর আহত হন রাহুলের আরও দুই বন্ধু । তাঁরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। সিংহ পরিবারে এখন কান্নার রোল।
অতি ভারী বৃষ্টির সতর্কতা
বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা। দার্জিলিং, কালিম্পং ও সিকিমে ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ি পথ এখন বেশ বিপজ্জনক। পথে দৃশ্যমানতা কম। পর্যটকদের সতর্ক ভাবে যাতায়াতের পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
দশমীর বিসর্জনের সময়ই জলপাইগুড়ির মালবাজারে হড়পা বানে ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। এরইমধ্যে প্রবল বৃষ্টির জেরে শনিবার সিকিমের সিংতামে ধস নামে। এবার উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৪ জেলায়। এর জেরে ধস নামতে পারে পাহাড়ে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বিভিন্ন জেলায়।