কলকাতা : সিকিমে ভয়ঙ্কর খেলা দেখাচ্ছে প্রকৃতি। প্রবল বর্ষায় খরস্রোতা নদী। বিপদসীমার উপর দিয়ে বইছে জল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ঘটে গিয়েছে একটি ভয়ঙ্কর ঘটনা। রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে গিয়েছে সিকিমগামী একটি পর্যটক বোঝাই গাড়ি। খুব সম্ভবত তিস্তার গর্ভেই চলে গিয়েছে গাড়িটি। যাত্রীদের অধিকাংশই নিখোঁজ। ওড়িশার সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই দুর্ঘটনায় নিখোঁজ ওড়িশার এক মহিলা বিজেপি নেত্রীর পরিবার।

বিজেপির সক্রিয় কর্মী নিখোঁজ          

বিজেপির সক্রিয় কর্মী ইতিশ্রী নায়ক এবং তার বড় ছেলে সোহেলের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁর ভাই লাটু ( অজিত নায়ক ) এবং তাঁর  শ্যালিকা সুনিতারও এখনও খোঁজ মেলেনি। পুলিশ তার ছোট ছেলে এবং ভাগ্নেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে। চিকিৎসা চলছে তাঁদের। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে।

কীভাবে  দুর্ঘটনা         

গত বৃহস্পতিবার রাতের দিকে উত্তর সিকিমের চুংথাং এবং মুনশিথাংয়ের মধ্যে তিস্তা নদীতে প্রায় হাজার ফুট গভীরে ছিটকে পড়ে গাড়িটি। ১০ জন পর্যটক এবং চালককে নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে গাড়ি চলে যায় তিস্তার গর্ভে। ভরা বর্ষায় এখন টইটম্বুর তিস্তা। প্রাথমিক প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে। তারপর তাঁদের চিকিৎসার জন্য চুংথাংয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। 

মাঙ্গান জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট সোনম দেচু ভুটিয়া জানিয়েছেন, উদ্ধারে হাত লাগিয়েছে সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), সিকিম পুলিশ, জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা। 

অন্যবারের থেকে এবার আগেই সিকিম ও উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তাই নদীগুলো এখন ভরভরন্ত। সিকিম ও কালিম্পংয়ে টানা বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে। গত কয়েকদিনে উত্তর সিকিম ও কালিম্পংয়ে অনেকটাই বেড়ে গেছে তিস্তার জলস্তর। আগামী কয়েকদিনও এই দুই এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদীর জলস্তর আরও বাড়লে পাড়ের গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে। 

নরেন্দ্র মোদিও সিকিম সফর বাতিল করেন          

সিকিমে প্রকৃতি কয়েকদিন ধরেই প্রতিকূল। তাই বাগডোগরা অবধি পৌঁছেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিকিমে যেতে পারেননি। খারাপ আবহাওয়ার জন্যই তিনি সফর বাতিল করেন। ভার্চুয়ালি ভাষণ দেন। তারই মধ্যেই এই দুর্ঘটনা।