পুজো আচ্চার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে মানুষের বিশ্বাস। মানুষ আস্থা থেকেই কখনও গাছকে, কখনও শিলাকে, কখনও কোনও নদীকে, কখনও আবার কোনও পাহাড়কে ঈশ্বরজ্ঞানে পুজো করে। তা বলে ট্রান্সফরমার !! হ্যাঁ ঠিকই পড়ছেন। ট্রান্সফরমার। মধ্যপ্রদেশের ভিন্দে, একটি গ্রামের মানুষজন নতুন বিদ্যুতের ট্রান্সফরমার স্থাপনের পর প্রার্থনা শুরু করেন। অবাক হচ্ছেন? হওয়ারই কথা। চলুন বিষয়টি জেনে নেওয়া যাক।
এনডিটিভি সূত্রে খবর, এই গ্রামে আগেও একটি বিদ্যুতের ট্রান্সফরমার ছিল। ১৫ বছর ধরে কাজ করছিল সেটি। কিন্তু তা পুড়ে যায়। তারপর পুরো গ্রাম পড়ে মহা বিদ্যুৎসঙ্কটে। এরপর নতুন ট্রান্সফরমার পেতে অনেক কাঠখড পোড়াতে হয় গ্রামবাসীকে। এরপর অতিকষ্টে ভিন্দের গান্ধীনগর এলাকার লোকজন এই নতুন ট্রান্সফরমার বসানোর ব্যবস্থা করতে পারে । তাই এই নতুন ট্রান্সফরমার পাওয়া তাদের কাছে উৎসবের থেকে কম কিছু নয়। কিন্তু পুজো কেন? কারণ তাঁরা ট্রান্সফরমারের দীর্ঘায়ু কামনা করে। তার জন্য ঘটা করে আরতি করা হয়। মিষ্টি বিতরণ হয় গ্রামে। নতুন ট্রান্সফরমারের "দীর্ঘজীবন" কামনা করে পুজো আচ্চা হয়।
এক স্থানীয় বাসিন্দা এনডিটিভি-কে জানিয়েছেন, গ্রীষ্মে বিদ্যুৎ সংকটের কারণে মানুষ প্রচণ্ড কষ্ট পেয়েছিল। তারা বিধায়ক নরেন্দ্র সিং কুশওয়াহাকে বিষয়টি জানান, যিনি একটি নতুন ট্রান্সফরমার স্থাপন নিশ্চিত করেন এবং দুই ঘন্টার মধ্যে নতুন সরঞ্জাম এসে পৌঁছে যায়।
স্থানীয়রা জানান, বিদ্যুৎ কোম্পানির উপর তাদের আর আস্থা নেই। বিদ্যুৎ কর্মকর্তাদের অবহেলা এতটাই যে ট্রান্সফরমারটি নষ্ট হয়ে গেলে, এটি প্রতিস্থাপন করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে। অফিসেও ঘুরতে হয়। তাই, নতুন ট্রান্সফরমারটি যাতে বহু বছর টিকে থাকে, সেজন্য এই পুজো করা হয়েছে।