সনৎ ঝা ও মোহন প্রসাদ, দার্জিলিং : বর্ষার শুরুতেই বড়সড় বিপত্তি। অতিভারী বৃষ্টির জেরে ফুলে-ফেঁপে ওঠা পাহাড়ি নদীর জলে কার্যত ভেসে যাচ্ছে রাস্তা। একাধিক জায়গায় নেমেছে ধস। সবমিলিয়ে উত্তর সিকিম (North Sikkim) বিচ্ছিন্ন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন প্রায় ২ হাজার পর্যটক। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা উদ্ধারের কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টির জের।


এই মুহূ্র্তে মানগান থেকে চুংথাংয়ের (Mangan to  Chungthang) রাস্তা পুরোপুরি বন্ধ। নাথুলা বা ছাংগুর রাস্তাও। জানা যাচ্ছে, সেই অঞ্চলেই আটকে পড়েছেন সবথেকে বেশি পর্যটক। টুং এলাকার কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, কার্যত দু'কুল ছাপিয়ে বইছে ঝোরা বা পাহাড়ি নদী। জলের তোড়ে অনেক জায়গাতেই রাস্তায় নেমেছে ধসও। 


নির্ধারিত সময়ের কিছুটা পর গত সোমবারে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সঙ্গেও সিকিমেও পৌঁছে যায় মৌসুমী বায়ু। কার্যত সেদিন থেকেই বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ ও সিকিম। কিন্তু চলতি সপ্তাহের মাঝ থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় অতি ভারী বৃষ্টি। আবহাওয়ার দফতর সূত্রে খবর, আগামী ১৯ তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিরই আশঙ্কা রয়েছে। আর যে প্রবল বৃষ্টির জেরেই পাহাড়ি নদী ফুলে ফেঁপে উঠতেই বিপত্তি।


গতরাত থেকেই পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছিল। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই জায়গায় জায়গায় ধসের জেরে কার্যত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় উত্তর সিকিম। রাস্তাগুলি কার্যত ভেসে গিয়েছে। একাধিক জায়গায় ভূমিধসের (Landslide) জেরে কার্যক বিচ্ছিন্ন হয়ে পড়েছে উত্তর সিকিম।


আরও পড়ুন- গরম কবে যাবে ? বৃষ্টি কবে হবে ? শেষমেশ স্বস্তির দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর



প্রসঙ্গত, আগামী কয়েকদিন কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে। উল্টোদিকে, আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাংলায় পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু (Monsoon Update)।