কলকাতা : উত্তর ভিজলেও এখনও পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather)। জ্বালাপোড়া গরম থেকে নিস্তার কবে ? এই প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের মধ্যে। চাতক পাখির মতোই বৃষ্টির অপেক্ষায় সকলেই। সবাই জানতে চান দুটো প্রশ্নের উত্তর। গরম কবে যাবে ? বৃষ্টি কবে হবে ? এই পরিস্থিতিতে অবশ্য শেষমেশ স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর।


আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। যদিও ১৮ জুন অবধি দক্ষিণবঙ্গের সব জেলায় গরম ও অস্বস্তিকর অবস্থা জারি থাকবে। আগামী রবিবারের (১৮ জুন) পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু ১৮ জুন পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাংলায় পা রাখলেও, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আপাতত মালদার ওপর থমকে আছে। ১৮-২১ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু (Monsoon Update)।


পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ১৮ জুন পর্যন্ত। এদিকে, ১৯ জুন পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে। উল্টোদিকে, আগামী রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গুমোট গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশি।


আরও পড়ুন- 'উত্তরপ্রদেশ, ত্রিপুরায় ৯০ শতাংশ মনোনয়নই জমা দিতে দেওয়া হয় না' আক্রমণে মুখ্যমন্ত্রী


প্রসঙ্গত, গত সোমবারই বাংলায় পা রেখেছে বর্ষা। ইতিমধ্যেই উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এখনও। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ (Heatwave)। অর্থাৎ বঙ্গে বর্ষা ঢুকলেই দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি মেলার কোনও ইঙ্গিত নেই। আষাঢ়ে নয়, বরং জ্যৈষ্ঠ শেষের চার দিন আগেই বঙ্গে পা রেখেছে বর্ষা। উত্তরবঙ্গ দিয়ে বাংলায় ঢুকেছে বর্ষা। উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  উত্তরবঙ্গে বৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।