তুহিন অধিকারী, মলয় চক্রবর্তী, বাঁকুড়া : সিকিমে পথ দুর্ঘটনায় (Road Accident in Sikkim) নিহত বাঙালি জওয়ানের মৃতদেহ ফিরল রাজ্যে। পানাগড়ে (Panagarh) সেনাছাউনিতে রাখা হয়েছে মরদেহ। রবিবার সকালে বাঁকুড়ার (Bankura) গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। কেন যে করোনার জন্য দুবছর চাকরির মেয়াদ বাড়ল স্বামীর! তাই আর ফিরলেন না তিনি! আক্ষেপ করছেন মৃত জওয়ানের স্ত্রী।                                              


কোথাও উৎসব, কোথাও শোক


কলকাতা সহ জেলার নানা প্রান্তে যখন উৎসবের রোশনাই, তখন বাঁকুড়ার বিষ্ণুপুরের এক বাড়িতে শোকের আঁধার। কেউ মাথায় হাত দিয়ে বসে, কেউ নাগাড়ে কেঁদেই চলেছেন। করোনার কারণে কেন যে দুবছর চাকরির মেয়াদ বাড়ল! কিছুতেই আক্ষেপ যাচ্ছে না প্রিয়জনদের।


সিকিমে ভয়াবহ পথদুর্ঘটনায় বাঙালি জওয়ান গোপীনাথ মাকুড়ের (৩৯) মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার। মৃত জওয়ানের স্ত্রী মল্লিকা মাকুড়ের আক্ষেপ, 'করোনার জন্য আরও দুবছর চাকরি বাড়ল। সেজন্যই সিকিম গেল। নইলে চলে আসত। অন্যরা চলেও এসেছে।'                                               


সিকিমে ভয়াবহ দুর্ঘটনা


শুক্রবার উত্তর সিকিমের জেমায় পাহাড়ি রাস্তায় বাঁকের মুখে পিছলে গিয়ে খাদে পড়ে যায় ভারতীয় জওয়ানদের একটি গাড়ি। দুর্ঘটনায় প্রাণ হারান ১৬ জন ভারতীয় জওয়ান। তাঁদের মধ্যে রয়েছেন, বাঁকুড়ার বাকাদহের ভালুকা গ্রামের বাসিন্দা গোপীনাথ মাকুর। হাবিলদার পদে কর্মরত ছিলেন তিনি। সিকিমের রাজ্যপাল গঙ্গা প্রসাদ বলেছেন, 'এই ঘটনায় পুরো দেশ মর্মাহত। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই দুখী। মৃতের পরিবারের প্রতি সহমর্মিতা জানাই।'


পরিবারের তরফে জানানো হয়েছে, ২ মাসের ছুটি কাটিয়ে, অগাস্টের শেষে কর্মক্ষেত্রে ফিরেছিলেন গোপীনাথ। মার্চে আবার বাড়ি আসার কথা ছিল তাঁর। কিন্তু তা আর হল না। অবসরের পর থাকবেন বলে বাঁকুড়া শহরেও একটি বাড়ি করেছেন গোপীনাথ। সেই শখ আর পূরণ হল না। কর্মস্থল থেকে নিথর দেহ ফিরল বাঙালি জওয়ানের।                                                                  


আরও পড়ুন- দিতে-নিতে সুবিধা, খাতায়-কলমে সহজ কিন্তু কার্যকরী ক্ষেত্রে কী সমস্যা নেজাল ভ্যাকসিনে ?