সনৎ ঝা, দার্জিলিং : শিলিগুড়িতে (Siliguri) বিজেপি বিধায়কদের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি ঘিরে ধুন্ধমার। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে (Kanchangungha Stadium) সরকারি সভা করার প্রতিবাদে ক্রীড়াপ্রেমীদের নিয়ে বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ভেনাস মোড়। বিজেপি বিধায়কদের আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। 


মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা। আর তার আগের দিন বিজেপির বিধায়কদের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি ঘিরে বাধল ধুন্ধুমারকাণ্ড। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। স্টেডিয়ামে খেলার মাঠে সভা করা নিয়ে তীব্র আপত্তি জানান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (MLA Shankar Ghosh)। কয়েকদিন ধরেই তাঁর সোশাল মিডিয়ায় এই নিয়ে বেশ কয়েকটি পোস্টও করেন তিনি।


ক্রীড়াপ্রেমীদের নিয়ে এদিন ভেনাস মোড়ে ছিল প্রতিবাদ কর্মসূচি। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী, জলকামান। বিকেল ৪ টে নাগাদ, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়ের সঙ্গে স্কুটারে করে ভেনাস মোড়ে পৌঁছন শঙ্কর ঘোষ। তখনই বাধে ধুন্ধুমার। বিজেপি বিধায়ককে কার্যত টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। শিলিগুড়ির বিজেপি বিধায়ক যা নিয়ে হুঙ্কার ছুঁড়ে দিয়ে বলেন, 'এই রাজ্যের পুলিশ চোরেদের পুলিশ। এই সিএম-কে যদি গদিচ্যূত করতে না পারি, তা হলে আমরা খেলার মাঠের ছেলে না।'


শুধু শঙ্কর ঘোষ নন, তাঁর সঙ্গে এদিনের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন নাগরাকাটা, কুমারগ্রাম, গাজোল এবং গঙ্গারামপুরের বিজেপি বিধায়করাও। বিজেপি বিধায়কদের বাসে করে শিলিগুড়ি থানায় নিয়ে যায় পুলিশ। কর্মসূচিতে বাধা এবং তাঁদের আটক করার প্রতিবাদে, থানা চত্বরেই পুলিশের গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকেন শঙ্কর ঘোষ।                                                                                                                                                                                        


আরও পড়ুন- 'দিল্লি যাব, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি' জানালেন মুখ্যমন্ত্রী


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে