আন্দোলন ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্য়াম্পাস। এদিন কলেজের গেট আটকে বিক্ষোভ অবস্থান শুরু করেন AIDSO সমর্থকরা। তখন TMCP-র সদস্য়রা বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দু-পক্ষের মধ্যে ব্য়াপক হাতাহাতি, মারামারি বেঁধে যায়।  


শিক্ষায় দুর্নীতি, রাজ্যের একাধিক সকুল বন্ধের এবং ছাত্র সংসদ ভোট ও আনিসকাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন SFI. পরীক্ষা থাকায় লালবাজার মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু, সিপিএমের ছাত্র সংগঠন অবস্থানে অনড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিয়ালদা স্টেশন চত্বরে মোতায়েন বিশাল পুলিশবাহিনী।

যোগমায়া দেবী 


আন্দোলনের প্রত্য়ক্ষ প্রভাব দেখা গেল যোগমায়া দেবী কলেজে। ক্লাস বয়কটের ডাক দিয়েছেন পড়ুয়ারা। সকাল থেকে কলেজে চলছে পিকেটিং। অন্য়দিকে, DA-এর দাবিতে ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন অধ্য়াপকরা। কলেজে গেলেও ক্লাস নিচ্ছেন না তাঁরা।

পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুর কলেজে DSO-র ডাকে ছাত্র ধর্মঘট ঘিরে উত্তেজনা। DSO সমর্থকরা কলেজের মেন গেট আটকে অবস্থান বিক্ষোভ শুরু করলে TMCP সদস্য়রা এসে বাধা দেয়। দুপক্ষের মধ্য়ে প্রথমে বচসা, তারপর হাতাহাতি বেধে যায়। বহিরাগত এনে হামলা চালিয়েছে TMCP, অভিযোগ DSO-র। মানতে নারাজ তৃণমূলের ছাত্র সংগঠন।

কোচবিহার

আন্দোলন ঘিরে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল ক্য়াম্পাস। এদিন স্কুলের গেটে DSO-র পিকেটিং চলাকালীন, বিক্ষোভ হটিয়ে দেয় তৃণমূলের নেতা-কর্মীরা। এই নিয়ে উত্তেজনা ছড়ায়।

শিলিগুড়ি 

আন্দোলন ঘিরে উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্য়াম্পাস। এদিন কলেজের গেট আটকে বিক্ষোভ অবস্থান শুরু করেন AIDSO সমর্থকরা। তখন TMCP-র সদস্য়রা বাধা দিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষের মধ্যে ব্য়াপক হাতাহাতি, মারামারি বেঁধে যায়।


ডিএ আন্দোলনে তোলপাড়: এদিকে বকেয়া DA-র দাবিতে ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া তৃণমূল সরকার। একবার নয়, শুক্রবার সরকারি কর্মীদের হাজিরা ৪ বার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল নবান্ন। আজ সকালে সমস্ত জেলার DM ও সব দফতরের বিভাগীয় প্রধানদের উদ্দেশে জারি হওয়া সার্কুলারে বলা হয়েছে, সকাল পৌনে ১১টা, বেলা ১২টা, দুপুর দেড়টা ও বিকেল ৫টা, এই ৪ সময়ে, ৪ বার সরকারি কর্মীদের হাজিরার তথ্য় নিয়ে তা জানাতে হবে। যে কর্মীরা কাজে যোগ দেননি, তাঁদের অনুপস্থিতির কারণ ঠিক কী, তাও সংশ্লিষ্ট দফতরকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।  


ডিএ-র দাবিতে ধর্মঘট বানচাল করতে কোচবিহারে তৃণমূল শিবিরে দিনভর তৎপরতা বহাল। স্কুলে গিয়ে প্রচ্ছন্ন শাসানি দিলেন খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারীদের প্রতি কটাক্ষ ছুড়ে দিলেন জেলা তৃণমূল সভাপতি। কোথাও আবার অফিস খুলে দিলেন ডাকসাইটে তৃণমূলনেতা। যদিও আন্দোলনকারীদের দাবি, ধর্মঘটে ব্যাপক সাড়া মিলেছে।