সনৎ ঝা, শিলিগুড়ি : ডেঙ্গিতে (Dengue) প্রাণহানি অব্যাহত। এবার শিশুকন্যার মৃত্যু হল শিলিগুড়িতে (Siliguri)। সাড়ে ৩ বছরের ওই শিশু ডাবগ্রাম (Dabgram) ২ গ্রাম পঞ্চায়েতের প্রকাশ নগর এলাকার বাসিন্দা।
বেশ কয়েকদিন ধরে জ্বরে (Fever) ভুগছিল শিশুটি। একটি বেসরকারি ল্যাবে তার রক্ত পরীক্ষা করায় পরিবার ৷ তাতে ডেঙ্গি পজিটিভ রিপোর্ট আসে। এরপর বাড়িতেই রাখা হয়েছিল শিশুটিকে। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সোমবার সন্ধ্যায় তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে শিশুটির মৃত্যু হয় ৷ শিশুর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।
কী বলছেন হাসপাতালের সুপার ?
জেলা হাসপাতালের সুপার ডা: চন্দন ঘোষ বলেন, শিশুটিকে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল ৷ আমাদের তরফে চিকিৎসার কোনও খামতি রাখা হয়নি ৷ চিকিৎসকেরা চেষ্টা করেন ৷ শিশুটি রাতের দিকে কথা বলেছে, নিজে ওষুধ খেয়েছে ৷ কিন্তু ভোররাতে হঠাৎ মারা যায়৷
পুজোর মুখে ক্রমেই বাড়ছে ডেঙ্গি উদ্বেগ। গত পরশুও শিলিগুড়িতে এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়। মৃত টুইঙ্কল বর্মা দশম শ্রেণির ছাত্রী ছিল। বাড়ি শিলিগুড়ির গঙ্গানগরে। আর ডেঙ্গি আক্রান্ত এই পড়ুয়ার মৃত্যু ঘিরেই শিলিগুড়ির নার্সিংহোমে ধুন্ধুমার কাণ্ড বাধে। মৃতের পরিবারের অভিযোগ, ডেঙ্গিতেই টুইঙ্কলের মৃত্যু হয়েছে, অথচ ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে, সাধারণ জ্বরে মৃত্যু হয়েছে তার। অভিযোগ, এরপরই নার্সিংহোমে চড়াও হয় মৃত কিশোরীর পরিবার ও প্রতিবেশীরা। চলে ভাঙচুর, হাসপাতালের গেটের সামনে বসে বিক্ষোভও দেখান তাঁরা।
দিনকয়েক আগেই শিলিগুড়ি পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা সঞ্জিত রায়ের মৃত্যু হয় ডেঙ্গিতে। পূর্ত দফতরের কাজ করতেন তিনি।
পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে সঞ্জিত রায়ের। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে পরিবার। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জিত। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ রিপোর্ট আসে। পরে তাঁর মৃত্যু হয়। ডেঙ্গির পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন।
আরও পড়ুন ; ডেঙ্গিতে ফের প্রাণহানি ! এবার শিলিগুড়িতে