ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: যাত্রী ভর্তি ট্রেন। বেশিরভাগের মাথায় ধরা ছাতা। ট্রেনের ভিতরেই এমন দৃশ্য! তাও আবার বন্দেভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। কিন্তু কেন? অভিযোগ এসি বিকল (Faulty Air Conditionar) হয়ে নাকি জল পড়তে থাকে ট্রেনের কামরায়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা।
শিলিগুড়ি-হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে বিকল এসি, জল ঠেকাতে মাথায় ছাতা যাত্রীদের
শিলিগুড়ি-হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে বিকল এসি থেকে জল পড়ার অভিযোগ৷ জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে রইলেন যাত্রীদের একাংশ৷ বোলপুর স্টেশনে ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা৷ রেলকর্মীরা জল মুছে কোনওরকমে বিষয়টি সামাল দেন৷
শিলিগুড়ি থেকে হাওড়াগামী ডাউন বন্দেভারত এক্সপ্রেসে এসি বিভ্রাট। ডাউন বন্দেভারত এক্সপ্রেসের সি ১৩ কামরায় এসি বিকল হয়ে যায়৷ মালদা স্টেশনের পর থেকেই এসি থেকে জল পড়তে শুরু করে বলে যাত্রীদের অভিযোগ। জল থেকে বাঁচতে ট্রেনের মধ্যেই ছাতা মাথায় বসে থাকতে হয় তাঁদের। যাত্রীদের অভিযোগ, এসি বিকল হওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়৷ তার উপর জল পড়া শুরু হয়। টিকিট কালেক্টর বা রেলকর্মীদের ডেকেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। তাই বোলপুর স্টেশন ট্রেন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি রেলকর্মীরা এসে জল মুছে কিছুটা সামাল দেন।
আরও পড়ুন: West Bengal Weather Update: গরম কাটিয়ে স্বস্তির খবর, মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্য-জুড়ে
যাত্রীদের অভিযোগ, 'এত টাকা দিয়ে টিকিট কাটতে হয়৷ ফার্স্ট ক্লাস একটা ট্রেনের পরিষেবা কেন এত নিন্মমানের হবে? আমরা টিটিকে বার বার বলেছি, উনি কোনও ব্যবস্থা করতেই পারেননি৷ ট্রেনের মধ্যে জানলা নেই, এসি খারাপ, জল পড়ছে ভাবুন তো কী অবস্থা!' এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।