Pune Minor Porsche Caused 2 Engineers Death: বয়স মাত্র ১৭ বছর। কিন্তু ইতিমধ্যেই একটি গাড়ির চালক আসনে সে। যে সে গাড়ি নয়। মহার্ঘ পোর্শে গাড়ি। যা কেনার স্বপ্ন অনেকে দেখেন। ঘন্টায় ২০০ কিমি বেগে চলছে সেই পোর্শে। কোনও প্রতিযোগিতা বা আন্তর্জাতিক স্তরের রেসিং নয়। পুণের সাধারণ রাস্তায় ভোররাতের দিকে চলছিল পোর্শেটি। কিন্তু সেই উত্তাল গতির মাসুল গুনতে হল দুজন ইঞ্জিনিয়ারকে। বাইক আরোহী দুই ইঞ্জিনিয়ার সেই সময় তাদের গন্তব্যে যাচ্ছিলেন সেই একই পথ দিয়ে। পথের মধ্যেই তাদের পিষে দিয়ে যায় নাবালকের ‘পক্ষীরাজ ঘোড়া’ পোর্শে ! সম্প্রতি পুণের এই ঘটনা রীতিমতো আলোড়ন তুলেছে গোটা দেশে। দুজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল ওই নাবালককে। কিন্তু পরে আদালত থেকে নাবালক বলে ছেড়ে দেওয়া হয়।


কোন কোন আইনে মামলা দায়ের ?


এই মর্মান্তিক দুর্ঘটনার পর পুলিশের তরফে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় আইনের ৩০৪ ধারা ছাড়াও, মোটর ভেহিকল অ্যাক্টের ধারাতেও তাঁর নামে মামলা দায়ের করা হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট মোতাবেক একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর পুত্র ওই ১৭ বছরের নাবালক।


রচনা লেখার নির্দেশ


পুনে পুলিশের কমিশনার অব পুলিশ অমিতেশ কুমার সংবাদমাধ্যমকে বলেন, একাধিক ধারায় নাবালকের নামে মামলা দায়ের করা হয়েছে। তবে সে নাবালক বিরুদ্ধে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। মামলা রুজুর পর আদালতে পেশ করা হয়েছিল ওই নাবালককে। সেখানে দুজনকে হত্যা করার জন্য একটি রচনা লেখার নির্দেশ দেন বিচারক। বলা হয়, দুর্ঘটনা নিয়ে তাঁকে একটি রচনা লিখতে হবে।


ট্রাফিক পুলিশের সঙ্গে করতে হবে কাজ


ট্রাফিক পুলিশের সঙ্গে ১৫ দিন কাজ করার নির্দেশও দিয়েছেন নিম্ন আদালতের বিচারক। দুর্ঘটনাটি ঘটার ১৫ ঘন্টার মধ্যে নাবালককে ছেড়ে দেওয়া হয়।  তবে এই রায়ে বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার পরিকল্পনা রয়েছে পুলিশের। ১৮ বছর হতে মাত্র চার মাস বাকি ওই নাবালকের। তাই তাঁকেও এই মামলার একজন পার্টি করার আবেদন করবে পুলিশ 


বাবা ও বারমালিককে গ্রেফতার


ইতিমধ্যেই এই ঘটনায় নাবালকের বাবাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজন বারমালিককে। এই তিনজনের নামে ভারতীয় আইনের ৭৫ ও ৭৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Lottery News: রাতারাতি কোটিপতি ! নেপথ্যে বিবাহবার্ষিকীতে বরের উপহার, কোন লটারি জিতলেন পায়েল ?