মলয় চক্রবর্তী, শিলিগুড়ি: পারিবারিক বিবাদের জেরে শ্যালিকা ও শ্বশুরকে খুনের অভিযোগ। গ্রেফতার করা হল জামাইকে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির শচীন্দ্রচন্দ্র চা বাগান এলাকায়। স্থানীয় সূত্রে খবর মৃতদের নাম মাহারু ওরাওঁ (৬৭) ও পেনো ওরাওঁ (২৭)।


পুলিশ সূত্রে খবর, এদিন সম্ভাবত বচসার জেরেই পরিস্থিতি চরমে পৌঁছয়, মাহারু ওরাঁও-এর জামাই মারিয়ানুস ওরাওঁ নিজের শ‍্যালিকা পেনোকে ছুরি একের পর এক আঘাত করতে থাকে। ঘরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযুক্তকে আটকাতে চেষ্টা করেন শ্বশুর মাহারু ওরাওঁ। এতে শ্বশুরের ওপরেও চড়াও হন অভিযুক্ত। ওই ছুরি দিয়েই মাহারুকেও কোপানো হয় বলে অভিযোগ। শোরগোল শুনে ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দা আলবার্ট মিনজ। জানা গিয়েছে, অভিযুক্তর রোষে আক্রান্ত হন ওই ব্যক্তিও। 


দু-জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। এরপর আলবার্ট মিনজকে  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে তাঁরও মৃত্যু হয়েছে। খড়িবাড়ি বাগানের ম্যানেজার ভিপি সিং জানিয়েছেন, পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা। মাহারু ওরাঁও সেখানে স্থায়ী কর্মী ছিলেন বলেও তিনি জানান‌। ঘটনায় খড়িবাড়ি পুলিশ মারিয়ানুস ওরাওঁকে গ্রেফতার করে এ দিন শিলিগুড়ি আদালতে পাঠায়।