সনৎ ঝা, শিলিগুড়ি: কোটি কোটি টাকার সাপের বিষ উদ্ধার হল শিলিগুড়িতে (Siliguri News)। এক কোটি, দুই কোটি নয়, বাজেয়াপ্ত সাপের বিষের বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা (Snake Venom)। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তি চোপড়ার বাসিন্দা। আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন বলে অনুমান তদন্তকারীদের।


কোটি কোটি টাকার সাপের বিষ উদ্ধার শিলিগুড়িতে


বন দফতরের (Forest Departmet) হাতে ধরা পড়েছেন ওই ব্যক্তি। জানা গিয়েছে, বাংলাদেশ (Bangladesh) থেকে আনা হচ্ছিল ওই সাপের বিষ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এমনই জানতে পেরেছে বন দফতর। বন দফতরের দাবি, এই চক্রে স্থানীয় চিকিৎসক ছাড়াও আরও কয়েক জন জড়িত থাকতে পারে। 


আরও পড়ুন: Saugata Roy: ‘কয়েকটা বাড়ি ভেঙে পড়লে, প্রকল্প ছেড়ে দেওয়া যায় না’, বউবাজার বিপর্যয়কাণ্ডে মন্তব্য সৌগতর


বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মহানন্দা সেতুর কাছে এক মোটর সাইকেল আরোহীকে আটক করা হয়। তাঁর কাছ থেকেই উদ্ধার হয় কোটি কোটি টাকা মূল্যের সাপের বিষ। কাচের বয়ামে সাপের বিষ ভরে নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় হাতেনাতে তাঁকে পাকড়াও করা হয়। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। 


বাংলাদেশ থেকে সাপের বিষ পাচার করা হচ্ছিল বলে অভিযোগ


ঠিক কোথায় ওই সাপের বিষ পাচার করা হচ্ছিল, তা যদিও স্পষ্ট নয়। তবে বাংলাদেশ থেকে সাপের বিষ এনে নেপাল বা ভুটানে তা পাচারের চেষ্টা চলছিল বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। কারণ কয়েক বছর আগে এমন পর পর সাপের বিষ পাচার চক্রের হদিশ মিলেছিল শিলিগুড়িতে। দীর্ঘ সময় পর ফের এই ঘটনা সামনে এল। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। 


বীরভূমের সাঁইথিয়ার দুই অপহৃত জমি ব্যবসায়ী


মুর্শিদাবাদের সালার থেকে উদ্ধার বীরভূমের সাঁইথিয়ার দুই অপহৃত জমি ব্যবসায়ী। অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়িক কারণে অপহরণ কি না, খতিয়ে দেখা হচ্ছে। শনিবার সকালে বোলপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন দুই ব্যবসায়ী। ফুটিসাঁকো থেকে ব্যবসায়ীদের অপহরণ করা হয়। 


বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্তে নেমে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন দেখে, মধ্যরাতে মুর্শিদাবাদের সালার থেকে অপহৃতদের উদ্ধার করা হয়। অপহরণ ও মুক্তিপণ চাওয়ার অভিযোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী-সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।