বাচ্চু দাস, শিলিগুড়ি: রাস্তায় পড়ে রয়েছে প্রচুর আধার কার্ড। সেগুলো জাল না কি চোরাই তা নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাসে কাছে কানকাটা মোড়ে প্রচুর আধার কার্ড উদ্ধার হয়েছে মঙ্গলবার। রাস্তার ধার থেকে উদ্ধার শতাধিক আধার কার্ডের মধ্যে এক ব্যক্তি নিজের মেয়ের আধার কার্ডও খুঁজে পান। এরপরই চরম চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালেই স্থানীয়দের নজরে আসে এই বিষয়টি। 


এদিন সকালে এলাকার বাসিন্দারা রাস্তা দিয়ে যাবার সময় আধার কার্ডগুলো দেখতে পান। এই কার্ডগুলি কোথা থেকে এসেছে অথবা কেউ ফেলে দিয়েছে কিনা তার কারণ জানা যায়নি এখনও। স্থানীয়দের দাবি কাগজ কুড়ানিরা প্রতিদিন ওই জায়গায় আবর্জনা ফেলেন। কিন্তু এদিন তাঁরা চলে যাওয়ার পর হঠাৎ দেখা যায় একাধিক আধার কার্ড পড়ে রয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে ভক্তিনগর থানার অন্তর্গত আশিকর ফাঁড়ির পুলিশ। তাঁরা এসে আধার কার্ডগুলো উদ্ধার করে নিয়ে যায়।


এদিকে, শিলিগুড়ির চয়ন পাড়ার এক বাসিন্দা এই খবর পেয়ে ছুটে এসে আধার কার্ডগুলোর মধ্যে থেকে নিজের মেয়ের আধার কার্ডটিও খুঁজে পান। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক ব্যক্তি সেই আধার কার্ড থেকে ফোন নম্বর পেয়ে  চয়ন পাড়ার ওই বাসিন্দাকে খবর দেন। এরপরই ঘটনাস্থলে এসে তাজ্জব বনে যান ওই ব্যক্তি। 


জানা গিয়েছে, আধার কার্ড ইস্যু হলেও তা হাতে পাননি ওই বাসিন্দা। পোস্ট অফিসে খোঁজও নেন তিনি। কিন্তু সেখানেও নিরাশ হতে হয় তাঁকে। সেই কার্ড রাস্তায় পড়ে থাকা আধার কার্ডের মধ্যে থাকে কি করে তা নিয়ে উত্তেজনা ছড়ায়। 


আধার কার্ডের মতো এত গুরুত্বপূর্ণ কার্ড এবং নথি কীভাবে রাস্তায় পড়ে রয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে। পোস্ট অফিসের মাধ্যমে এই কার্ড যেখানে পৌঁছনোর কথা সেগুলিকে রাস্তায় পরে থাকতে দেখে সাধারণ মানুষের তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।