নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে বেলজিয়ামের বিরুদ্ধে হকিতে সেমিফাইনালে হারতে হয়েছে ভারতকে। সোনা জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে। তবে এখনও ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে। এরই মধ্যে ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘জেতা-হারা জীবনের অঙ্গ। আমাদের ছেলেদের হকি দল অলিম্পিক্সে নিজেদের সেরাটা দিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে। যা মুখ্য বিষয়। পরবর্তী ম্যাচের জন্য শুভেচ্ছা জানাই। ভারত তোমাদের জন্য গর্বিত।’
এদিন হকিতে টোকিও অলিম্পিক্সে হকির সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে হার ভারতের। ৫-২ গোলে হার ভারতের। এদিন খেলার শুরু থেকেই দু দলের মধ্যে কড়া টক্কর হয়। কিন্তু চতুর্থ কোয়ার্টারে গিয়ে খেই হারিয়ে ফেলে ভারতীয় দল। অলিম্পিক্স সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম কোয়ার্টারেই ১-০ গোলে পিছিয়ে গেল ভারত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্রথম কোয়ার্টারেই গোলশোধ করে ভারত। হরমনপ্রীত সিংহ গোল করেন ভারতের হয়ে। এর কিছুক্ষণের মধ্যেই যদিও দ্বিতীয় গোল করে করেন মনদীপ সিংহ। বিশ্বমানের ফিনিশিং করেন মনদীপ।
প্রথম কোয়ার্টারে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে হেনড্রিকস গোলশোধ করেন বেলজিয়ামের হয়ে। হাফ টাইমে ম্যাচের ফল ছিল ২-২। এরপর ফের গোল করেন হেনড্রিকস। চতুর্থ কোয়ার্টারে পরপর পেনাল্টির সুযোগ পায় ভারত। চতুর্থ কোয়ার্টার শেষ হওয়ার ৭ মিনিট আগে হ্যাটট্রিক করেন হেনড্রিকস। ফের গোল করে দলকে ২ গোলের ব্যবধান এনে দেন। ৪-২ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। খেলার শেষ মিনিটে আরও একটি গোল করে কফিনে শেষ পেরেক পুঁতে দেন বেলজিয়ামের ডহম্যান।