সন্দীপ সরকার, শিলিগুড়ি : বিধাননগরে উত্তেজনা। আসানসোলেও চড়েছে পুরভোটের উত্তাপ। কিন্তু তারই মধ্য়ে বিপরীত চিত্র উত্তরবঙ্গে। এক বেঞ্চে বসে বাদামভাজা খাচ্ছেন বিজেপি, সিপিএম ও তৃণমূলের প্রার্থী ! নির্দল প্রার্থী কুশল বিনিময় করছেন বিজেপি প্রার্থীর সঙ্গে। সিপিএমের বর্ষীয়ান প্রার্থীকে নমস্কার করছেন তৃণমূল প্রার্থী। ভোটের ঝামেলার মধ্যেও সৌজন্যের ছবি ধরা পড়ল শিলিগুড়ির ৬ ও ২৪ নম্বর ওয়ার্ডে।
হইচই, গোলমাল, উত্তেজনা, বচসা, ঝামেলা! এসব যে শিলিগুড়তে হয়নি, এমন তো নয় ! শিলিগুড়ির পুরসভার ভোটের বিবরণ দিতে গেলে এমন গোছা গোছা বিশেষণ ব্যবহার করাই যায়। তবু তারই মধ্যে কিছু এমন ছবিও দেখা গেল - যা ভোটের গরমের মধ্যে একপশলা ঠাণ্ডা হাওয়ার মতো!
আরও পড়ুন :
বিজেপি প্রার্থী সাধনা ঢালির বাড়ি ভাঙচুর, দফায় দফায় উত্তেজনা বিভিন্ন বুথে
দেখা গেল, এক প্রার্থীর সঙ্গে অন্য প্রার্থীর সঙ্গে বসে বাদাম খাচ্ছেন। প্রতিদ্বন্দ্বীর দিকে সৌজন্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। ভোট তখন সবে শুরু। শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের বুথের সামনে দেখা যায়, সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যকে দেখে করজোড়ে এগিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থী আলম খান। কুশল বিনিময়ের পরে ফিরে যান তৃণমূল প্রার্থী।
মাঝে বহিরাগত অনুপ্রবেশের অভিযোগে গোলমাল পাকে ৬ নম্বর ওয়ার্ডে! ঝামেলা মিটবার পরে সকাল সাড়ে ১১-টার সময় দেখা যায় দারুণ এক দৃশ্য! বুথের মধ্যে এক বেঞ্চে বসে বাদাম ভাজা খাচ্ছেন তৃণমূল-বিজেপি ও সিপিএম প্রার্থী!
শনিবার সকাল সকাল পুজো দিয়ে, ভোটের হালহকিকত দেখতে বেরিয়েছিলেন শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। পথেই দেখা ওই ওয়ার্ডের নির্দল প্রার্থী বিকাশ সরকারের সঙ্গে। যুযুধান দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়।
কিছুক্ষণ পরের দৃশ্য। বেআইনি জমায়েত ও লাইন নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগে, শিলিগুড়ির জগদীশচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের বুথে তুমুল উত্তেজনা! শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বুথ থেকে একসঙ্গেই বেরিয়ে যান বিজেপি, তৃণমূল ও নির্দল প্রার্থী। তারপরই সেই অভূতপূর্ব দৃশ্য। ভোটের উত্তাপের মাঝে টুকরো টুকরো এইসব ছবিগুলোই তো গণতন্ত্রের উৎসবের আসল অ্যালবাম!