মলয় চক্রবর্তী, সনৎ ঝা, শিলিগুড়ি: সাত সকালেই বাথরুম থেকে গৃহবধূর রহস্যজনক মৃতদেহ (Dead body) উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকায় নিজের বাড়ির বাথরুম থেকে গৃহবধূর দেহ উদ্ধার করল পুলিশ (Police)। এই মাত্র পাওয়া খবরে জানা গিয়েছে যে, বয়ফ্রেন্ড 'খুন' করে নিজেও আত্মঘাতী হয়েছেন। সুইসাইড করার আগে ফেসবুক লাইভ করেছেন তিনি, বলে খবর। তবে মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরেই প্রকাশ্যে আসবে বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে খবর, মৃতার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা খুন নাকি আত্মহত্যা ? তদন্ত করছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মৃত মহিলার নাম রিয়া বিশ্বাস স্বামী রোমিও বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গেছে এরা নদিয়ার বাসিন্দা হলেও গত দুই বছর ধরে এই এলাকায় বসবাস শুরু করেন বলে জানান স্থানীয়রা। বাড়িতে স্বামী, স্ত্রী ছাড়াও তাদের এক পাঁচ বছরের সন্তান ও রয়েছে। সাত সকালেই এমন ঘটনা জানতে পেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়েছে।তবে এটা খুন নাকি আত্মহত্যা, জানাবে ময়না তদন্তের পরেই পুলিশ।
সম্প্রতি, আরও একটি রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। বেলুড় পুলিশ ফাঁড়ি থেকে রহস্যজনকভাবে এক কনস্টেবলের মৃতদেহ (Constable Mysterios Death) উদ্ধার হয়েছে। বেলুর ফাঁড়িতে চলছিল থানা সংস্কারের কাজ। সকালবেলা যখন মজদুররা আসে কাজ করতে, তখন গেট ভেতর থেকে বন্ধ পায়। তাঁরা খবর দেয় থানায়। থানা থেকে অফিসাররা এসে দেখে যে, সনাতন ঘোষ নামে সেই কনস্টেবল মাটিতে পড়ে রয়েছে। তার মৃত্যু হয়ে গিয়েছে। ঘরের মধ্যে দেহ পড়ে রয়েছে। সেই কনস্টেবল জানতে পারল না পুলিশ। এই নিয়ে উঠছে প্রশ্ন যদিও ঠিক সময় যদি সেই কনস্টেবলকে হাসপাতালে নিয়ে যাওয়া হতো, তাহলে বেঁচে যেতে পারত। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত করছে বেলুড় থানার পুলিশ (Belur Police)।
আরও পড়ুন, সাঁইথিয়ায় আজও বোমা উদ্ধার, বাড়িতে ঢুকে তল্লাশি বোম স্কোয়াডের
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই দমদম থানা এলাকা থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পরিস্থিতি খতিয়ে দেখতে এসে পৌঁছয় দমদম থানা ও ব্যারাকপুর কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকেরা। দমদম থানার অন্তর্গত নলতা কালীবাড়ি রোডে, খালের পাশ থেকে এক তরুণীর পচাগলা কঙ্কালসার মৃতদেহ উদ্ধার হয়। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানা ও ব্যারাকপুর কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকেরা।