Tech News: মোবাইল চুরি হলেও তার হদিশ পেতে পারবেন আপনি। চোরেরা ফোন সুইচ অফ করে দিলেও ট্র্যাক করতে পারবেন আপনার মোবাইল। তবে সেই ক্ষেত্রে মানতে হবে কিছু পরামর্শ। তাহলেই ফোন পড়ে থাকলেও চুরি করতে ভয় পাবে চোরেরা।


Mobile Tracker App: হারানো ফোন খুঁজে পাবেন !
বেড়েই চলেছে বিশ্বে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। মোবাইল এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এর মাধ্যমে ভয়েস কলিং, ভিডিও কলিং, মেসেজ থেকে শুরু করে ই-মেইলের সুবিধা পাওয়া যাচ্ছে। এ ছাড়াও এখন ই-পেমেন্টের কারণে নগদ রাখার পরিবর্তে মোবাইল ওয়ালেট ব্যবহার করেন গ্রাহকরা। সেই কারণে একবার মোবাইল চুরি বা হারিয়ে গেলে সমস্যা বাড়বে আপনার। তবে সই সমস্য়ার সমাধানেও রয়েছে কিছু পরামর্শ। আমরা আপনাকে কিছু টিপস বলতে যাচ্ছি, যাতে আপনি সহজেই আপনার হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে পারেন।


Tech News: প্রথমে করুন এই কাজ
আপনার মোবাইল চুরি বা হারিয়ে গেলে প্রথমে আপনার মোবাইলের তথ্য পুলিশকে দিন। যাতে কোনওভাবে আপনার মোবাইলের অপব্যবহার হলে পুলিশ জানতে পারে। সেই ক্ষেত্রে মোবাইল চালু থাকলে তা ট্র্যাক করতে কম পরিশ্রম লাগে। যদিও মোবাইল বন্ধ থাকলে তা ট্র্যাক করা বেশ কঠিন। যদিও ইউজারদের সুবিধার্থে এখন এসে গিয়েছে বেশকিছু অ্যাপ। এখন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি এটি বন্ধ করার পরেও মোবাইলটিকে ট্র্যাক করতে পারবেন।


Mobile Tracker App: অ্যাপ বন্ধ থাকলেও এতে ট্র্যাক করা যাবে মোবাইল 
এই মোবাইল ট্র্যাকিং অ্যাপটি খুব ভাল রেটিং সহ গুগল প্লে স্টোরে পাওয়া য়ায়।
এটি সহজেই মোবাইলে ডাউনলোড ও ইনস্টল করা যায়।
এই অ্যাপটি ইনস্টল করার সময় কিছু প্রয়োজনীয় অনুমতি চালু করুন।
এই অ্যাপে ডামি সুইচ অফ ও ফ্লাইট মোড বৈশিষ্ট্য চালু রাখুন।
এগুলি চালু করার পর মোবাইল বন্ধ করলেও তা বন্ধ হয় না। যদিও চোর মনে করবে, আপনার মোবাইল বন্ধ। যে কারণে আপনি সহজেই আপনার মোবাইল ট্র্যাকিং করতে পারবেন।
মোবাইলে এই অ্যাপের মাধ্যমে মোবাইল আপনাকে লাইভ লোকেশন পাঠাতে থাকবে।
পাশাপাশি সামনের ক্যামেরা থেকে ছবি ক্লিক করতে থাকবে, যাতে চোরকে সহজেই ধরা যায়।


আরও পড়ুন: Best Recharge Plan: ৩০ দিনের সেরা রিচার্জ প্যাক ! এই কোম্পানিগুলি দিচ্ছে দারুণ অপশন