সনৎ ঝা, বাগডোগরা: নগদ ১৭ লক্ষ টাকা ও  প্রায় এক কিলো ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন। বাগডোগরায় গাড়ি আটক করে তল্লাশির পর উদ্ধার করা হয়। তিন জনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বাগডোগরা থানায়। 


ব্রাউন সুগার সহ গ্রেফতার তিন: গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ও SOG টিমের তল্লাশিতে যায়। শিলিগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের বাগডোগরা সংলগ্ন খান্না হোটেলের সামনে একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ি তল্লাশি করে ১৭ লক্ষ টাকা নগদ সহ ৯৮৩ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতদের নিয়ে বাগডোগরা থানায় যাওয়া হয়েছে। 


জানা যায় মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রের খবর পেয়ে SOG ও বাগডোগরা থানার পুলিশ তল্লাশি অভিযানে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে থাকা তিন ব্যক্তির নাম মোঃ রাজু শেখ, গৌতম মণ্ডল ও ভারত মণ্ডল। এর পিছনে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। গাড়ির ভেতর থেকে ৯৮৩ গ্রাম বাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, রাজু শেখ  এই ব্রাউন সুগার পাচারের মূল পাণ্ডা। এর আগেও ব্রাউন সুগার পাচারের সঙ্গে যুক্ত থাকায় পুলিশ গ্রেফতার করেছিল বলে সূত্রের খবর। 


এদিকে সোশাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুঠের ছক কষেছিলেন দুই তরুণী। কিন্তু শেষরক্ষা হল না। নিজেরাই পড়লেন পুলিশের ফাঁদে। পুলিশের দাবি,সোশাল মিডিয়ার মাধ্যমে অল্পবয়সীদের সঙ্গে ভাব জমাতেন দুই তরুণী। ভুয়ো নামে খোলা হয়েছিল একাধিক আইডি। ঘনিষ্ঠতা বাড়লে যুবকদের ডাকা হত কোনও হোটেলে। সেখানে মাদক মেশানো পানীয় খাইয়ে সংজ্ঞাহীন করে চলত লুঠপাট।এই ফাঁদে পা দিয়েছিলেন আসানসোলের এক যুবক।


মাস তিনেক আগে তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ হয় এক তরুণীর। মেসেজ আদানপ্রদানে পরিচয় গাঢ় হয়। ২৫ জুলাই, যুবককে নিউটাউনের হোটেলে ডেকে পাঠান তরুণী। পাঁচতারা হোটেলের ঘর বুক করে রুম নম্বর পাঠান যুবক। সেখানে বান্ধবীকে সঙ্গে নিয়ে হাজির হন তরুণী। অভিযোগ,যুবককে মদ্যপান করিয়ে বেহুঁশ করে সোনার চেন, আংটি-সহ প্রায় ৩০ হাজার টাকা লুঠ করে দুই তরুণী চম্পট দেন।তদন্তে নেমে সোমবার টালিগঞ্জ থেকে অভিযুক্তদের গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। পুলিশের দাবি,ধৃতদের মোবাইল ফোনে ভিনরাজ্যের যুবকদের নম্বর মিলেছে।ফলে এই ঘটনায় আন্তঃরাজ্য প্রতারণা চক্রের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।


আরও পড়ুন: Buddhadeb Bhattacharya: হিমোগ্লোবিন কম, বুদ্ধদেব ভট্টাচার্যকে এক ইউনিট রক্ত দেওয়ার সিদ্ধান্ত চিকিৎসকদের