সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) থেকে উদ্ধার হল তিন কেজিরও বেশি সোনার বিস্কুট (Gold Biscuit)। আনুমানিক যার দাম প্রায় দু কোটি টাকা। সোনার বিস্কুট পাচারের ঘটনায় আটক করা হয়েছে এক ব্যক্তিকে। গোটা ঘটনার তদন্ত চালান হচ্ছে।
সোনার বিস্কুট পাচারের খবর পায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর-
জানা গিয়েছে, মালদা থেকে শিলিগুড়িগামী একটি বাসে সোনার বিস্কুট পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাস থামিয়ে তল্লাসি চালান হয়। এক ব্যক্তিকে আটক করা হয় ও তাকে তল্লাসী চালান হয়। তল্লাসী চালিয়ে ধৃত ব্যক্তির কাছ থেকে ২০টি সোনার বিস্কুটের বাট উদ্ধার হয়েছে। এই ঘটনার গ্রেফতার করা হয়েছে এক যুবককে। জানা গিয়েছে অমিত শাহ নামে ওই যুবক হাওড়ার বাসিন্দা।
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, তল্লাসী চালানোর সময় দেখা যায় ধৃত ব্যক্তি গোপনাঙ্গের কাছে অন্তর্বাসের আড়ালে লুকিয়ে রেখেছিল সোনার বাটগুলি। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি বার্মার বলে অনুমান তাঁদের। প্রায় ৩ কেজি ৩২০ গ্রাম ওজন সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭১ লক্ষ ৮৭ হাজার ৬৪০ টাকা। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ সোনার বিস্কুট এসেছে। কোথায়ই বা এগুলি নিয়ে যাওয়া হচ্ছিল, কারা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে, সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুর্শিদাবাদের (Murshidabad) ভগবানগোলায় পাচারের (Smuggling) আগেই উদ্ধার হয় সোনার বিস্কুট (Gold Biscuits)। ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border) ৯টি সোনার বিস্কুট উদ্ধার করে বিসিপিইউ (BCPU)। ভাগীরথী সংলগ্ন এলাকা থেকে সোনার বিস্কুট পাচারের সময় গ্রেফতার হয় এক ব্যক্তি।