রামপুরহাট: বগটুই হত্যাকাণ্ডে শেখলাল এবং মিহিলাল শেখের (Mihilal Sheikh) বয়ান রেকর্ড সিবিআইয়ের (CBI)। সূত্রের খবর, টোটোয় বোমা ও পেট্রোল আনা নিয়ে গ্রামবাসীদের অভিযোগ সম্পর্কে দু’ জনের কাছে জানতে চাওয়া হয়। পাশাপাশি, বগটুই (Bogtui Arson) গ্রামের দুই বাসিন্দারও বয়ান রেকর্ড করা হবে বলে খবর সিবিআই সূত্রে। এদিন কুমাড্ডা গ্রামে গিয়ে টোটো ও মোটরবাইকের ফরেন্সিক পরীক্ষা করে সিবিআই। এই টোটো ও বাইকে করেই পেট্রোল ও বোমা আনা হয়েছিল বলে অভিযোগ ওঠে। 


বগটুইয়ে মাটিতে পুঁতে রাখা বিপুল পরিমাণ বোমা উদ্ধার


অন্য দিকে, রবিবার রামপুরহাটের (Rampurhat Fire) বগটুই গ্রামে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাতক পলাশ শেখের বাড়ির পাশে মাটির নীচে পোঁতা বোমা উদ্ধার করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ২০টি তাজা বোমা উদ্ধার। বোমাগুলি নিষ্ক্রিয় কলর বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাশ শেখের বাড়ির পাশে মাটিতে পোঁতা রয়েছে বোমা। খবর পেয়ে এদিন গ্রামে যায় সিবিআই ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রর নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যায় দমকলও।


আরও পড়ুন: Rudranil Ghosh Update: ফুলবদলের পর কেউ ডাকে না: রুদ্রনীল, ‘বামপন্থী বাদশা কাজ করছে কী করে’, পাল্টা কুণাল


সপ্তাহ দুয়েক আগের ভয়াবহ হত্যাকাণ্ডের স্মৃতি এখনও দগদগে। তার মধ্যেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের বড়শাল পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত পলাশ শেখ এখনও অধরা। স্থানীয় সূত্রে বোমা মজুতের খবর পেয়ে, শনিবারই পলাশের বাড়ির কাছে তল্লাশি অভিযানে নামে পুলিশ। রবিবার অভিযুক্তের বাড়ির ঠিক পাশেই মাটির নীচ থেকে উদ্ধার হয় ড্রাম ভর্তি ২০টি বোমা। CID’র বম্ব স্কোয়াড ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে নিয়ে যায় চন্দনকণ্ঠা গ্রামে। সেখানে একটি মাঠে নিষ্ক্রিয় করা হয় বোমাগুলি। 


কোথা থেকে এল বোমা, উঠছে প্রশ্ন


২১ মার্চ বগটুইয়ে ঘটনার পর থেকেই VIP, VVIP-র আনাগোনা লেগেই ছিল। সবসময় ছিল পুলিশি নিরাপত্তা। ঘটনাস্থল থেকে ১০০-১৫০ মিটার দূরেই এসে নিহতের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিয়েছিলেন গোটা রাজ্যে তল্লাশি চালিয়ে বেআইনি ভাবে মজুত করে রাখার বোমা, গুলি, বন্দুক উদ্ধার করতে। কিন্তু  বগটুইয়ের মাটিতেই বোমা পোঁতা থাকতে পারে, তা কল্পনা করা যায়নি। 


তাই এই বিপুল সংখ্যক বোমা উদ্ধারের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নগুলি উঠছে, তা হল—কারা মজুত করেছিল বোমাগুলি? পলাশ শেখ না কি অন্য কেউ? ভাদু শেখকে খুন করা ছাড়াও, এলাকায় আরও বড় অশান্তি তৈরির জন্য কি বোমা মজুত করা হয়েছিল? বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।