সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri) মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজন অন্তঃসত্ত্বা মহিলাসহ তিনজনের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নৌকাঘাটের পোরাঝার এলাকায়।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহত অন্তঃসত্ত্বা মহিলা মনীষা রাই চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন কার্শিয়াং হাসপাতালে। তাঁকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই মতোই তাঁকে নিয়ে রাতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উদ্দেশে রওনা দেন ওই মহিলার স্বামী কপিল বড়াইল এবং শাশুড়ি লীলা রাই। জানা গিয়েছে, রাত দুটো নাগাদ নৌকাঘাট সংলগ্ন পোরাঝার এলাকায় একটি ট্রাক দ্রুত গতিতে আসছিল উল্টোদিক থেকে। দ্রুত গতিতে এসে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা মারে ট্রাকটি। ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সের। ট্রাকের ধাক্কায় দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ট্রাকের সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক, অন্তঃসত্ত্বা মহিলা ও তাঁর মায়ের। প্রাণে বেঁচে যান মহিলার স্বামী। কিন্তু তাঁর অবস্থাও আশঙ্কাজনক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্বামী কপিল বড়াইলকে। 


জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটার পর পরই ঘাতক ট্রাকটিতে আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। তার খোঁজ শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। নিহত মহিলার স্বামীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।


আরও পড়ুন - Dengue: ডেঙ্গির ক্ষেত্রে 'অতি বিপজ্জনক' হাওড়া-শিলিগুড়ি সহ ৪৩ পুরসভা, প্রকাশিত তালিকা।Bangla News


রাজ্যে পথ দুর্ঘটনা লেগেই রয়েছে। মাত্র কয়েকদিন আগেই পশ্চিম বর্ধমানের (Pashchim Bardhaman) কাঁকসায়  ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলার। জানা যায়,  মৃত ওই মহিলার নাম সবিতা গরাই। তিনি কাঁকসার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। ওই মহিলা ছেলের সঙ্গে বাইকে (Bike) করে মুচিপাড়া থেকে আসছিলেন। সেই সময়েই প্রচণ্ড গতিতে এগিয়ে আসা একটি ট্রাক (Speeding truck) ওই বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলা মুচিপাড়ার এক মার্বেলের দোকানে গিয়েছিলেন মার্বেল পছন্দ করে কিনতে। সেখান থেকে বাড়ি ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে।