বাচ্চু দাস, শিলিগুড়ি: আজ সেবক-রংপো রেল প্রকল্পের কাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Rail Minister)। রংপোতে এসে এদিন সাংবাদিকেরা মুখোমুখি হয়ে তিনি জানান,প্রথম ধাপের প্রকল্প শেষ হলেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে সিকিমে। কিন্তু প্রথম ধাপের প্রকল্প শেষ হবে কবে ?


রেলমন্ত্রী বলেন, 'সেবক রংপো রেল প্রকল্পের কাজ ২০২৪ এর ডিসেম্বরের প্রথম দিকে সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে।প্রথম ধাপের প্রকল্প শেষ হওয়ার পর বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে সিকিমে।প্রথম পর্যায়ের সম্মতির পর দ্বিতীয় পর্যায় গ্যাংকটক পর্যন্ত দ্বিতীয় ধাপে নজর দেওয়া হবে।ডিপিআরও তৈরী করা হবে।পরবর্তী লক্ষ্য না থুলা পর্যন্ত রেললাইন। তাহলেই পর্যটনের বিকাশও হবে।' আজ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রস্তাবিত সেবক-রংপো রেল প্রকল্পের ১৪ নম্বর  টানেল পরিদর্শন করেন।


বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের জন্য রেল বাজেট থেকে ১৮০০ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। আগামী দুই বছরে দেশের বিভিন্ন রুটে এই সংস্করণের ৪০০টি ট্রেন ট্র্যাকে রাখা হবে। রেলের তরফে জানানো হয়েছে, আইসিএফ-সহ একাধিক সংস্থা এই ট্রেনগুলি তৈরি করতে আগ্রহ দেখিয়েছে। আইএএনএস-এর খবর অনুযায়ী, ৪০০টি ট্রেনের মধ্যে প্রথম ২০০টি চেয়ার কার ট্রেন ও বাকিগুলি স্লিপার সংস্করণের হবে। বলা হয়েছে, চেয়ার কার ট্রেনগুলিকে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে চালানোর জন্য ডিজাইন করা হবে । এই ট্রেনগুলিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলবে।


আইএএনএস-এর খবর অনুযায়ী, ৪০০টি ট্রেনের মধ্যে প্রথম ২০০টি চেয়ার কার ট্রেন ও বাকিগুলি স্লিপার সংস্করণের হবে। বলা হয়েছে, চেয়ার কার ট্রেনগুলিকে সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে চালানোর জন্য ডিজাইন করা হবে । এই ট্রেনগুলিকে বাণিজ্যিক উদ্দেশ্যে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলবে।বন্দে ভারত ট্রেনগুলির চেয়ার কার সংস্করণটি ধীরে ধীরে শতাব্দী এক্সপ্রেস ট্রেনগুলির বদলে চলবে।


আরও পড়ুন, দোলের দুপুরে বেধড়ক মার, প্রতিবেশীদের হাতেই 'খুন' যুবক ?


ইন্ডিয়ান রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের কোচগুলি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হবে । এটি ঘণ্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার গতিতে চালানোর জন্য ডিজাইন করা হবে। তবে যাত্রার জন্য এই স্লিপার ট্রেনটি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলবে। চলতি বছরের শেষে দক্ষিণ ভারতের অনেক রাজ্যে বন্দে ভারত ট্রেন চালু হবে। নতুন রুটের মধ্যে রয়েছে তেলেঙ্গানার কাচিগুদা থেকে কর্ণাটকের বেঙ্গালুরু, তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি ও মহারাষ্ট্রের পুনে।