সনৎ ঝা, শিলিগুড়ি: উত্তরবঙ্গে এটিএম প্রতারণা (ATM Fraud) চক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Police Commissionerate)। গ্রেফতার করা হয়েছে চারজনকে। ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে বিভিন্ন ব্যাঙ্কের প্রচুর এটিএম কার্ড। পুলিশ সূত্রে খবর, বয়স্কদের সাহায্যের নাম করে কার্ড বদলে চলত প্রতারণা।


সহযোগিতার আড়ালে প্রতারণার ফাঁদ: সাহায্যের আড়ালে লুকিয়ে প্রতারণার ফাঁদ। সহযোগিতার নামে প্রবীণদের ATM কার্ড বদলে, টাকা তুলে নেওয়ার অভিযোগ। ATM প্রতারণা চক্রের পর্দাফাঁস করল শিলিগুড়ি পুলিশ কমিশনারেট (Siliguri Police Commissionerate)। বাগডোগরা (Bagdogra) থেকে গ্রেফতার করা হল চক্রের ৪ পাণ্ডাকে। দার্জিলিং (Darjeeling) থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। উত্তরবঙ্গের (Northbengal) একাধিক জেলায় বয়স্কদের থেকে ATM কার্ড বদলে, প্রতারণার অভিযোগ আসছিল পুলিশের কাছে। কমিশনারেটের গোয়েন্দারা জানতে পারেন, নেপথ্য রয়েছে ভিনরাজ্যের প্রতারণা চক্র।


যে সমস্ত প্রবীণরা ATM কার্ড ব্যবহারে সড়গড় নন, তাঁদেরকে টার্গেট করা হত।সাহায্যের নামে পিন নম্বর জেনে নিয়ে, বয়স্কদের কার্ড বদলে দিয়ে ধরিয়ে দেওয়া হত একইরকম দেখতে অন্য কার্ড। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি রাজেন ছেত্রী বলেন, “বয়স্করা যখন এটিএমে যায় তারা পিন মারতে পারে না, তখন পিছনে দাঁড়িয়ে দেখে নেয়, তখন ওদের কার্ড বয়স্কদের দিয়ে টাকা তুলে নেয়।’’


ধৃতদের থেকে উদ্ধার হয়েছে, ৯১টি বিভিন্ন ব্যাঙ্কের ATM কার্ড। একটি কার্ড সোয়াইপ মেশিন, এবং কয়েকটি মোবাইল ফোন। প্রতারণার চক্রের কেউ দিল্লি, কেউ বিহারের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে ভিনরাজ্যে অপরাধের রেকর্ড আছে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি রাজেন ছেত্রী বলেন, “দিল্লিতে এদের একজনের বিরুদ্ধে কেস আছে। পরশু দিন এরা আসে, গতকাল জলপাই মোড় থেকে টাকা তোলে। ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করি।’’ ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত।


আরও পড়ুন: Mao Poster Threat: পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি, মাওবাদীদের নামে পোস্টার, নবান্নে ৪ রাজ্যের বৈঠক