সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে ভোররাতে ভয়াবহ আগুন (Siliguri News) লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল বাড়ির জিনিসপত্র ও ৩টি গাড়ি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। 

ভোররাতে শিলিগুড়িতে অগ্নিকাণ্ড: এদিন ভোররাতে শিলিগুড়ির ভক্তিনগর এনজেপি মেইন রোড সংলগ্ন ৩৫ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন বাড়ির ভিতরে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় একাধিক ঘর, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বাড়ির তিনটি গাড়ি। খবর দেওয়া হয় দমকল এবং ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ দফতরের কর্মীরা। দমকল কর্মীদের তৎপরতায় বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে আসে। বাড়ির মালিক বিকি রায় জানিয়েছেন, "ভোররাতে আগুন লাগার সময় ঘরের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, পরিচয়পত্র এবং গাড়িগুলো রক্ষা করা যায়নি। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে।'' ভাগ্যিস দমকল দ্রুত পৌঁছেছিল, না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে এদিন  দুপুরে উলুবেড়িয়ার নিমদিঘী মোড়ের কাছে ১৬ নং জাতীয় সড়কে চলন্ত স্করপিও গাড়িতে আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে গাড়িটি। জানা গেছে কলকাতা থেকে পূর্ব মেদিনীপুরের এগরায় যাচ্ছিল গাড়িটি। গাড়িটিতে মোট ৫ জন যাত্রী ছিলেন।  এই ঘটনার জেরে জাতীয় সড়কের একটি লেনে যান চালাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের দুটি ইজ্জিন পৌঁছায়।  গাড়িটিতে প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়েন যাত্রীরা। তারপর  মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।  গাড়িতে আগুনের ঘটনায় ১৬ নং জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়।            

এর আগে গত ২৫ মে হাওড়া ময়দান এলাকার মঙ্গলাহাটে আগুন লাগে। সকাল সাড়ে ৯টা নাগাদ মর্ডান হাট বিল্ডিংয়ের ৩ তলায় আগুন লাগে। একটি গুদাম থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। হাট মঙ্গলবারে বসলেও রবিবারে মঙ্গলাহাটে বেচাকেনা হয়। ফলে প্রচুর ব্যবসায়ী এবং ক্রেতারা ছিলেন। আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।