বাচ্চু দাস, শিলিগুড়ি: তাপপ্রবাহে (Heat Wave) বিপর্যস্ত জনজীবন। গোটা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতেও (Siliguri) হাঁসফাঁস গরমে নাজেহাল শহরবাসী। শহরের রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য। এই গরমের কারণে রাস্তাঘাটে লোকজন নেই। ব্যবসায়ীদের দাবি, সেই কারণে কমেছে বিক্রিও। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি। আগামী কয়েকদিন এইরকম আবহাওয়া থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।


গরমে নাজেহাল বঙ্গবাসী:  অসহ্য় গরমে অতিষ্ঠ বঙ্গবাসী। কারণ, শুরু থেকেই জ্বালা ধরাচ্ছে জ্যৈষ্ঠ। দুপুরের রোদে রাস্তায় বেরোলেই যেন পুড়ে যাচ্ছে শরীর।কিন্তু প্রচণ্ড এই তাপদাহ থেকে রেহাই মিলবে কবে? সুখবর দিতে পারেনি আবহাওয়া দফতর।পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এক সপ্তাহ পশ্চিমের জেলাযগুলিতে লু বইবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে। কলকাতাতেও গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গেও বাড়বে গরম-অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দার্জিলিং কালিম্পংয়ে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। মঙ্গল ও বুধবার গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।                                                     

কবে মিলবে স্বস্তি?


কলকাতার পাশাপাশি জ্যৈষ্ঠ-জ্বলুনি জেলাতেও। রোদচশমা, ছাতা বা শরীর ঢাকা পোশাক- কোনও কিছুতেই যেন স্বস্তি মিলছে না। জরুরি কাজে যাঁরা রাস্তায় বেরিয়েছেন, তাঁরা গলা ভেজাচ্ছেন ডাবের জল বা আখের রসে। দেদার বিক্রি হচ্ছে তালের শাঁস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম সহ পশ্চিমের সব জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। শনি ও রবিবার সকালে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও, বিকেলের পর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলের ২ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।         


আরও পড়ুন: London Tour : যামিনী রায়, সত্যজিৎ রায়, গুরু দত্ত, পণ্ডিত রবিশঙ্করের উজ্জ্বল উপস্থিতি ব্রিটিশ মিউজ়িয়ামে; নজর কাড়বে কালী মূর্তিও