বাচ্চু দাস, দার্জিলিং: কলকাতার (Kolkata) পর শিলিগুড়িতে (Siliguri) রাস্তার নামকরণ হল মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের (Club) নামে। মহানন্দা সেতুর নীচে রাস্তার নাম দেওয়া হল মোহনবাগান অ্যাভিনিউ। উদ্বোধন করলেন মেয়র (Mayor) গৌতম দেব (Gautam Deb)। তাদের ক্লাবের নামেও রাস্তার দাবি তুলেছেন ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকরা। ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হবে বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র।
আইএসএল-এ ভারত সেরা হয়েছে এটিকে মোহনবাগান। এরই মধ্যে মোহনবাগান সমর্থকদের আরও এক খুশির খবর। এবার শিলিগুড়িতেও মোহনবাগান ক্লাবের নামে হল রাস্তার নামকরণ। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব-এর অনুরাগীদের বহুদিনের দাবি ছিল, কলকাতার মতো শিলিগুড়িতেও তাঁদের প্রিয় ক্লাবের নামে কোনও রাস্তার নাম রাখা হোক। সেই স্বপ্ন সফল হল শিলিগুড়ি মেরিনার্স-এর।
শিলিগুড়িতে মহানন্দা নদীর পাশের রাস্তার নতুন নাম দেওয়া হল 'মোহনবাগান অ্যাভিনিউ'। রবিবার সেই রাস্তার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত , মোহনবাগান ক্লাবের ফুটবল তারকা লিস্টন কোলাসো।
খেলার মাঠের মতো রাস্তার নামকরণ নিয়েও প্রতিযোগিতা দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাবের। ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য দেবতোষ সান্যাল বলেন, 'আমরা আগে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু কোনও কারণে সেটা হয়নি।'
আরও পড়ুন, ঘরে ফিরলেন 'সোনার মেয়ে' নিখাত, সংবর্ধনায় ভাসলেন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী
ইস্টবেঙ্গল ক্লাবের নামেও রাস্তার নামকরণ হবে বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র। মোহনবাগান রো নামে একটি রাস্তা রয়েছে শ্যামবাজারে। এবার শিলিগুড়িতেও হল মোহনবাগান অ্যাভিনিউ।
প্রসঙ্গত, গোয়ায় বাগানের আইএসএল জয়ের পর থেকেই উচ্ছ্বাসে ভাসছে গোটা শহর। ভারতসেরা হয়ে ক্লাবে ফেরার পর সমর্থকদের উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। মোহনবাগান ক্লাব প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবেগে ভেসেছিলেন তিনিও। 'মোহনবাগান খেললে কালীবাড়িতে পুজো দিতেন আমার মা' সংবর্ধনা অনুষ্ঠানের মাঝে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ময়দানে সৌহার্দ্যের নজিরও দেখা গিয়েছিল। ভারতসেরা হওয়ার জন্য বাগান-কর্তাদের হাতে ইস্টবেঙ্গলের তরফেও তুলে দেওয়া হয়েছিল ফুল ও মিষ্টি।