মলয় চক্রবর্তী, দার্জিলিং: শিলিগুড়ি মহকুমা পরিষদের (Siliguri Sub Divisional Council Election)  পঞ্চায়েত সমিতির ২টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল (TMC)। ঘাসফুল শিবিরে শুরু জয়ের উদযাপন। ভয় দেখিয়ে মনোনয়ন দিতে বাধা দিয়েছে শাসকদল, অভিযোগ বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিরোধীদের কোনও অস্তিত্বই নেই।


একাধিক আসনে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা!


আগামী ২৬ জুন, GTA ভোটের (GTA Election) দিনই, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। কিন্তু ভোটের আগেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েকটি আসনে জয়ী তৃণমূল। ২০২০ সালে, শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়েছে। আগামী ২৬ জুন মহকুমা পরিষদের ৯টি আসন, শিলিগুড়ির ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন এবং ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনে ভোট হবে। 


কিন্তু, এর মধ্যে কোনও কোনও আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। কোথাও আবার মনোনয়ন পেশের পরও, তা প্রত্যাহার করা হয়। ২ তারিখ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং গত মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিন। 


আর তারপরই দেখা যাচ্ছে, পঞ্চায়েত সমিতির ২টি আসন ও গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। আর এই জয়লাভ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিরোধীদের অভিযোগ, ভয় দেখিয়ে মনোনয়ন দিতে বাধা দিয়েছে শাসকদল। 


আরও পড়ুন: CM- Governor Meet : রাজ্যপালের সঙ্গে দেখা, নিজের আঁকা ছবি উপহার মুখ্যমন্ত্রীর


বিজেপি-র শিলিগুড়ি সাংঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মন বলেন, "ভয় দেখিয়ে হুমকি দিয়ে এই সব আসনগুলি থেকে তাদের দলের প্রার্থীদের নাম প্রত্যাহার করিয়েছে শাসক দল। অধিকাংশ আসনেই প্রার্থী দিয়েছি।"


সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার বলেন, "এর আগে, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল।" দার্জিলিংয়ের কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বলেন, "ভয় দেখিয়ে জিতেছে শাসক।" যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা রঞ্জন সরকার। তিনি বলেন, "বিরোধীদের অস্তিত্বই নেই। উন্নয়নের সুফল পঞ্চায়েত ভোটেও পাওয়া যাবে।"


মহকুমা পরিষদের ভোটের দিকে তাকিয়ে সকলে


২০১৫ সালে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৬টি-তে জয়ী হয়েছিল বামফ্রন্ট। ৩টি আসনে জিতেছিল তৃণমূল।  এবার কী হবে মহকুমা পরিষদের ভোটে? উত্তর মিলবে ২৯ জুন।