সনৎ ঝা: কলকাতা পুরসভার টক টু মেয়রের মতো শিলিগুড়ি (siliguri) তেও টক টু চেয়ারম্যান অনুষ্ঠান চালু করলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব (gautam deb)। বেলা সাড়ে এগারো টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এক ঘন্টার অনুষ্ঠানে ২৯ জন নাগরিক শহরের নানা সমস্যা নিয়ে ফোন করেন। গৌতম দেব জানান প্রত্যেকটি সমস্যা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। চেয়ারম্যান গৌতম দেবের এই উদ্যোগকে কটাক্ষ করেছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। 


এদিকে, অন্য একটি বিক্ষিপ্ত খবরের দিকে নজর দেওয়া যাক। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দু’জন করোনা আক্রান্তের মৃত্যতে বাড়ছে উদ্বেগ। গত বুধবার মৃত্যু হয় তাঁদের।


উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন, ’মৃত ও আক্রান্ত রোগীদের ভ্রমণের ইতিহাস খতিয়ে দেখা হয়েছে। তা দেখার পাশাপাশি, অন্যান্য দিকও খতিয়ে দেখে তাঁদের নুমনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য পাঠানোর প্রয়োজন হয়নি।’ এই প্রেক্ষিতে চিকিৎসকদের পরামর্শ, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ যাঁদের বাকি আছে, তাঁদের তা নির্দিষ্ট সময়ে নিতে হবে। বর্তমান পরিস্থিতিতে মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।



এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় পাঁচজন করোনা রোগীর ছুটি হয়েছে। ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনা নিয়ে সতর্ক থাকতে হবে। করোনা সেকেন্ডের ডোজ নিতে হবে। ওমিক্রন নিয়ে এখানে তেমন কিছু পাওয়া যায়নি। সতর্ক থাকতে হবে। সরকারি নির্দেশিকা মানতে হবে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজও জরুরি। ছড়ানোর ক্ষমতা যথেষ্ট।’

 

ওমিক্রন নিয়ে সতর্ক দার্জিলিঙ প্রশাসনও। জেলাশাসক এস পন্নমবল্লম জানিয়েছেন, ‘বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষকে বিদেশি যাত্রীদের ব্যাপারে সতর্ক করে ওমিক্রন সংক্রান্ত নির্দেশিকা মানতে বলা হয়েছে। নজর দেওয়া হচ্ছে মাস্ক ব্যবহার এবং করোনা পরীক্ষায়।’